সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাট পাট করে আঁচড়ানো চুল। মোটা গোঁফ। পরনে ঢিলেঢালা শার্ট এবং ফরমাল প্যান্ট। হাতে ছাতা, চামড়ার ব্যাগ নিয়েই ফুটবলে কিক মারলেন। এরকমই আদ্যন্ত ছাপোষা লুকে দেখা গেল অজয় দেবগনকে। নেপথ্যে রহিম সাহেবের বায়োপিক ‘ময়দান’।
মুক্তির পর থেকেই অজয় দেবগন অভিনীত ‘তানহাজি’ বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। এমনকী, সর্বোচ্চ রেকর্ড গড়া ছবি শাহিদ কাপুর অভিনীত ‘কবীর সিং’-এর সমস্তরকম রেকর্ডকেও ভেঙে দিয়েছে। বছরের প্রথম ব্লকবাস্টার। এর মাঝেই সাধারণতন্ত্র দিবসের পর একদিনের মাথায় দর্শকদের দিলেন নয়া উপহার। মঙ্গলবারই ফুটবলের আবেগকে উসকে দিয়ে অজয় দেবগন প্রকাশ্যে এসে্ছিলেন ‘ময়দান’-এর প্রথম টিজার পোস্টার। যে ছবির মুখ্য চরিত্র কিংবদন্তী রহিম সাহেবের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তার দিন দুয়েকের মাথাতেই বৃহস্পতিবার দর্শকদের জোড়়া চমক দিলেন অজয়। প্রকাশ্যে আনলেন তাঁর চরিত্রের লুক।
ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের প্রেক্ষাপটে তৈরি ‘ময়দান’। যার কারিগর ছিলেন রহিম সাহেব। সেই ফুটবল কোচের ভূমিকাতে কেমন লাগছে অজয় দেবগনকে? বৃহস্পতিবার তারই জোড়া ঝলক প্রকাশ্যে আনলেন অভিনেতা। লুক শেয়ার করে অজয় লিখেছেন, “এই গল্প ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের আর একজন সফল কোচের।” ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ, ১৯৫১-১৯৬২, ঠিক যেই সময় পায়ে বল নিয়ে ময়দানে দৌড়ে বেড়াতেন দোর্দণ্ডপ্রতাপ সৈয়দ আবদুল রহিম, সেই ঐতিহাসিক পিরিয়ডকেই সিনেম্যাটিক ফরম্যাটে সিনেপ্রেমীদের কাছে তুলে ধরতে চলেছেন পরিচালক অমিত শর্মা। সেসময়ে ভারতীয় ফুটবল যে উচ্চতায় পৌঁছেছিল, নিঃসন্দেহে তার অন্যতম কাণ্ডারি ছিলেন রহিম সাহেব। আধুনিক ভারতীয় ফুটবলের রূপকার হিসেবেও তাঁর নামোল্লেখ করা যায়।
[আরও পড়ুন: কাদামাখা মাঠে পায়ে ফুটবল, আবেগ উসকে দিল অজয়ের ‘ময়দান’-এর প্রথম ঝলক]
টিজার পোস্টারে দেখা গিয়েছিল, কর্দমাক্ত ময়দানে পায়ে ফুটবল নিয়ে তৎকালীন ফুটবলের পোশাকে দাঁড়িয়ে রয়েছেন খেলোয়াররা। এবার প্রকাশ্যে এল রহিম সাহেবের চরিত্রে অজয় দেবগনের লুক। ছবিতে অজয়ের পাশাপাশি এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন খ্যাতনামা বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ। রয়েছেন আরিয়ান ভৌমিক এবং চৈতি ঘোষালের ছেলে অমর্ত্যও। শোনা গিয়েছে, রহিম সাহেবের চরিত্রে অভিনয়ের জন্য নাকি কম কসরত করেননি অজয় দেবগন। নিয়মিত প্রশিক্ষণ নিয়েছেন।
১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক্সে যুগোস্লাভিয়ার কাছে দশ গোল খেয়েছিল ভারত। পরাজিত এক টিম কীভাবে সেখান থেকে ঘুরে দাঁড়াল, সেই টুইস্টই এই ছবির প্রতিপাদ্য বিষয়। ঘুরে দাঁড়ানোর জন্য রহিম সাহেব কীভাবে স্ট্র্যাটেজি সাজালেন, তৈরি করলেন দলকে, সেই গল্পই তুলে ধরা হবে পর্দায়। আর সেই খ্যাতনামা ক্রীড়া ব্যক্তিত্ব রহিম সাহেবের চরিত্রেই ময়দানে ফুটবলার পায়ে নিয়ে দৌড়তে দেখা যাবে অজয় দেবগনকে। মুক্তি পাচ্ছে আগামী নভেম্বরের ২৭ তারিখে।
[আরও পড়ুন: ‘ওঁরা আমার মন বদলাতে পারবে না’, JNU কাণ্ডে গেরুয়াপন্থীদের আক্রমণের জবাব দিলেন দীপিকা]
Yeh kahaani hai Indian football ke Golden phase ki aur uske sabse badey aur successful coach ki.#Maidaan@Priyamani6 @raogajraj @BoneyKapoor @iAmitRSharma @freshlimefilms @SaiwynQ @ActorRudranil @writish @saregamaglobal @ZeeStudios_ @ZeeStudiosInt @BayViewProjOffl pic.twitter.com/djVktm8bft
— Ajay Devgn (@ajaydevgn) January 30, 2020
“Badlav lane ke liye ek akela bhi kafi hota hai”#Maidaan@Priyamani6 @raogajraj @boneykapoor @iAmitRSharma @freshlimefilms @saiwynQ @actorrudranil @writish @saregamaglobal @zeestudios_ @zeestudiosint @BayViewProjOffl @MaidaanOfficial pic.twitter.com/YQTMPCaVXR
— Ajay Devgn (@ajaydevgn) January 30, 2020