BREAKING NEWS

১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

টাইগার শ্রফের সঙ্গে মারপিট, গুরুতর আহত অক্ষয় কুমার! এখন কেমন আছেন অভিনেতা?

Published by: Akash Misra |    Posted: March 24, 2023 4:33 pm|    Updated: March 24, 2023 4:33 pm

Akshay Kumar injured on Bade Miyan Chote Miyan sets while shooting action scene with Tiger Shroff| Sangbad Pratidin

সংবাদ পরিচালক ডিজিটাল ডেস্ক: অমিতাভের পর এবার অক্ষয় কুমার। অ্য়াকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হলেন বলিউডের খিলাড়ি কুমার। ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির শুটিং ফ্লোরে ঘটল এই দুর্ঘটনা। এই দৃশ্যে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন টাইগার শ্রফ।

জানা গিয়েছে, স্কটল্য়ান্ডে টাইগারের সঙ্গে বিশেষ একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময়ই লেগে যায় অক্ষয়ের। হাঁটুতে ব্রেস পরে থাকতে হচ্ছে এখন। বডি ডবল ব্যবহার না করার জন্য়ই বিপদের মুখে পড়েন অক্ষয়।

[আরও পড়ুন: ‘পরশুই ভিডিও পাঠিয়েছিলাম, আজ উনি নেই!’, প্রদীপ সরকারের প্রয়াণে শোকস্তব্ধ রাইমা]

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা। নায়িকা হিসেবে ছিলেন রবিনা ট্যান্ডন এবং রামিয়া কৃষ্ণণ। নয়ের দশকের সে ছবি ছিল আউট অ্যান্ড আউট কমেডি। তবে অক্ষয় ও টাইগারের এই ছবির ঝলক দেখে মনে হচ্ছে, তাতে ভরপুর অ্যাকশন থাকছে। আর সেই অ্যাকশন করতে গিয়েই আহত হলেন খিলাড়ি কুমার।

[আরও পড়ুন: ডালভাত, পটলের দোরমা! প্রদীপ সরকারের সঙ্গে ভোজ, বাঙালি আবেগ উসকে স্মৃতিকাতর কঙ্গনা ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে