Advertisement
Advertisement
Akshay Kumar

প্রতীক্ষার অবসান, এপ্রিলের এই তারিখেই মুক্তি পাচ্ছে অক্ষয় অভিনীত ‘সূর্যবংশী’

দেখুন কী টুইট করলেন খিলাড়ি কুমার।

Akshay Kumar's Sooryavanshi will hit the theatres on this day | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 14, 2021 1:50 pm
  • Updated:March 14, 2021 1:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালকের জন্মদিনেই ছবি মুক্তির দিনক্ষণ জানিয়ে দিলেন হিরো। সব জট কাটিয়ে এপ্রিলেই মুক্তি পাচ্ছে তারকাখচিত বহু প্রতীক্ষিত ছবি সূর্যবংশী (Sooryavanshi)।

রোহিত শেট্টীরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পরই ‘সূর্যবংশী’র মুক্তির দিন ঘোষণা করলেন খোদ অক্ষয় কুমার (Akshay Kumar)। জানিয়ে দিলেন, আগামী ৩০ এপ্রিলই সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। সূর্যবংশীর প্রোমো ভিডিও পোস্ট করে খিলাড়ি কুমার লেখেন, “আপনাকে কথা দিয়েছিলাম, সিনেমা হলে ছবি দেখার অভিজ্ঞতা ফিরে পাবেন। আর সেই প্রতীক্ষারই এবার অবসান ঘটল। বিশ্বজুড়ে পুলিশ সূর্যবংশী আসছে ২০২১-এর ৩০ এপ্রিল।”

Advertisement

[আরও পড়ুন: টানটান রহস্য-রোমাঞ্চের জাল বুনতে পারল রাজকুমার-জাহ্নবীর ‘রুহি’? পড়ুন ফিল্ম রিভিউ]

বলিউডের একঝাঁক তারকাকে এবার পুলিশের উর্দিতে তুলে ধরবেন রোহিত। অক্ষয় ছাড়াও ছবিতে রয়েছেন ক্যাটরিনা কাইফও। স্বাভাবিকভাবেই তারকাখচিত সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে অনেক আগেই। গত বছর ২৪ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু অতিমারীর জেরে বন্ধ যায় দেশের সমস্ত সিনেমা হল। ফলে পিছিয়ে যায় ছবির মুক্তিও। সেই সময় অনেক ছবি OTT প্ল্যাটফর্মে মুক্তি পেলেও এই ছবিটি দেখার অপেক্ষা বাড়তেই থাকে। দিওয়ালিতে আবার ‘সূর্যবংশী’ মুক্তি পাওয়ার কথা শোনা গেলেও ফের তা স্থগিত হয়ে যায়। তারপর থেকেই জল্পনা চলছিল, আদৌ কি ছবিটি সিনেমা হলে মুক্তি পাবে? নাকি ডিজিটাল প্ল্যাটফর্মেই দেখা যাবে। যদিও ওয়েব প্ল্যাটফর্মে ছবি মুক্তির জল্পনা উড়িয়ে দিয়েছিল প্রযোজক সংস্থা। আর এদিন টুইট করে সব ধোঁয়াশায় জল ঢাললেন অক্ষয়।

Advertisement

ছবিতে DCP সূর্যবংশীর ভূমিকায় দেখা যাবে বলিউডের খিলাড়ি কুমারকে। ছবিতে অজয় দেবগানের ‘সিংঘাম’ ও রণবীরের ‘সিম্বা’র ঝলকও দেখা যাবে।

[আরও পড়ুন: ‘কমিটমেন্ট’ রাখলেন সলমন, ‘রাধে’র পোস্টার শেয়ার করে জানালেন ছবি মুক্তির তারিখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ