Advertisement
Advertisement
Ranbir Kapoor

গোলাপি পোশাকে বাচ্চার ছবি শেয়ার করলেন আলিয়া, এটাই কি রণলিয়াকন্যা রাহা?

ছোট্ট মেয়ের ছবি দেখে হইচই নেটপাড়ায়।

Alia Bhatt shares photo of a baby girl on Instagram| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 16, 2023 8:11 pm
  • Updated:February 16, 2023 8:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেমন দেখতে আলিয়া ও রণবীরের মেয়ে রাহাকে? মুখশ্রী কি রণবীরের মতো হল, নাকি মা আলিয়ার মতো! অনুরাগীরা কিন্তু অপেক্ষা করেই রয়েছে একবারটি আলিয়ার মেয়ের মুখ দেখার জন্য। ঠিক এই সময়ই যদি আলিয়া তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন ছোট্ট মেয়ের ছবি, তাহলে জল্পনা তো শুরু হবেই। আর হলও তাই। নেটিজেনরা তো ধরেই নিলেই এটাই তো রণবীর ও আলিয়া মেয়ে রাহা। কিন্তু আসল গপ্পোটা কী?

প্রায় সবাই জানেন আলিয়ার (Alia Bhatt) নিজস্ব পোশাকের সংস্থা রয়েছে।  সংস্থার নাম ‘এড-এ-মাম্মা’।যেখানে শিশুদের জন্য পোশাক তৈরি হয়। প্রাকৃতিক কাঁচামাল দিয়ে তৈরি হয় সেই অতিরিক্ত নরম পোশাকগুলি, দামও খুব একটা বেশি নয়। সেই সংস্থার প্রচারেই ইনস্টাগ্রামে বেশ কিছু বাচ্চাদের ছবি পোস্ট করলেন আলিয়া। আর তা দেখেই নেটিজেনরা ভেবে ফেললেন এটাই রণবীর ও আলিয়ার মেয়ে রাহা।

Advertisement

[আরও পড়ুন: ‘শরীর দেখাতে কখনই অস্বস্তিতে ভুগতাম না!’ পুরনো ছবি শেয়ার করে মনের কথা লিখলেন জিনত আমন]

তবে আলিয়ার এই পোস্ট খুব সচেতনভাবে দেখলে জানা যাবে আলিয়া কিন্তু এই বাচ্চাদের ছবি পোস্ট করে অভিভাবকদের ধন্যবাদও জানিয়েছেন।

[আরও পড়ুন: ফেসবুক থেকে ‘বিরতি’ নিলেন শ্রীলেখা মিত্র! কারণ ঘিরে তুঙ্গে জল্পনা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement