Advertisement
Advertisement
Zeenat Aman

‘শরীর দেখাতে কখনই অস্বস্তিতে ভুগতাম না!’ পুরনো ছবি শেয়ার করে মনের কথা লিখলেন জিনত আমন

'সত্যম শিবম সুন্দরম' ছবির একটি দৃশ্য শেয়ার করলেন জিনত।

Zeenat Aman Posts Satyam Shivam Sundaram Memory| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 16, 2023 4:21 pm
  • Updated:February 16, 2023 4:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক সপ্তাহ আগেই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী জিনত আমন। অ্যাকাউন্ট খোলার পর থেকেই জিনত শেয়ার করছেন নানা ছবি। তবে সম্প্রতি ‘সত্যম শিবম সুন্দরম’ ছবির একটি দৃশ্যের ছবি শেয়ার করে রীতিমতো অনুরাগীদের মন জিতে নিলেন জিনত। তবে শুধু ছবি নয়। ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিতে কীভাবে রাজ কাপুর তাঁকে নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন, সেই কথাও নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিলেন জিনত।

জিনত লিখলেন, ”এই ছবিটা ১৯৭৭ সালে তোলা হয়েছে। ছবিটা তুলেছিলেন জে পি সিঙ্ঘল। আর আমার পোশাক ডিজাইন করেছিলেন অস্কার জয়ী ভানু আথাইয়া।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zeenat Aman (@thezeenataman)

Advertisement

[আরও পড়ুন: ফেসবুক থেকে ‘বিরতি’ নিলেন শ্রীলেখা মিত্র! কারণ ঘিরে তুঙ্গে জল্পনা]

জিনতের কথায়, এই ছবি নিয়ে সে সময় বলিউডে বিতর্কের ঝড় উঠেছিল। ছবিতে আমার অভিনয়ের তুলনায়, কথা হয়েছিল আমার পোশাক নিয়ে। তবে এসব নিয়ে আমার কখনই কোনও সমস্য়া ছিল না। বরং সিনেমার পর্দায়, চরিত্রের খাতিরে যদি শরীর দেখাতে হয়, তাহলে সেটা নিয়ে কখনই অস্বস্তিবোধ করেনি। এই ছবির নেপথ্যে একটা গল্পও আছে… সত্যম শিবম সুন্দরম ছবির জন্য এটা আমার স্ক্রিনটেস্ট ছিল। লতা মঙ্গেশকরের জাগো মোহম প্য়ারে গানের সঙ্গে পারফর্ম করতে হয়েছিল। এই দৃশ্যটা শুট করে আরকে স্টুডিওতে দেখানো হয়েছিল। ডিস্ট্রিবিউটাররা দেখে তখনই বুক করে নিয়েছিল ছবিটি। পাশ্চত্য পোশাক থেকে পুরোপুরি ভারতীয় লুক। রাজ কাপুরের জন্য়ই সম্ভব হয়েছিল।

[আরও পড়ুন: ‘ক্যারেক্টর ঢিলা!’ ‘শেহজাদা’র প্রচারে আগরপাড়ায় এসে এ কী বললেন কার্তিক আরিয়ান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ