Advertisement
Advertisement

Breaking News

Anirban Bhattacharya

‘রঘু ডাকাত’ ছবির ক্ষেত্রে টেকনিশিয়ানদের অসহযোগিতার মুখে পড়বেন না অনির্বাণ

পুরনো প্রজেক্টের ক্ষেত্রে ছাড় পেলেন অভিনেতা।

Anirban Bhattacharya can shoot for Dev's Raghu dakat
Published by: Sandipta Bhanja
  • Posted:May 14, 2025 9:47 pm
  • Updated:May 14, 2025 9:47 pm  

স্টাফ রিপোর্টার: কলাকুশলীদের বয়কটের জেরে বন্ধ হয়েছে অনির্বাণ ভট্টাচার্যর মিউজিক ভিডিওর শুটিং। তবে ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রে অভিনেতাকে এমন সমস্যায় পড়তে হবে না বলেই শোনা যাচ্ছে। কারণ, ফেডারেশনের বিরুদ্ধে মামলা দায়ের করার বহু আগেই অনির্বাণ এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন। আর সেই জন্যই দেব-ধ্রুব জুটির বহু প্রতীক্ষিত বিগ বাজেট সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে ছাড় পাবেন অনির্বাণ ভট্টাচার্য।

ফেডারেশনের তরফে জানানো হয়েছে, মামলা দায়ের করার আগে যেসমস্ত প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছিলেন অণির্বাণ ভট্টাচার্য। সেসব সিনেমায় কাজ করতে পারবেন। অর্থাৎ পুরনো সব প্রজেক্টের ক্ষেত্রে ছাড় পেলেন অভিনেতা।
দেব এবং এসভিএফ এর যৌথ প্রযোজনায় ইতিমধ্যেই ‘রঘু ডাকাত’-এর শুটিং শুরু হয়েছে। সরস্বতী পুজোর দিন শুভ মহরতেও ছিলেন অনির্বাণ। এখনও তাঁর চার পাঁচ দিনের শুটিং বাকি। তবে এক্ষেত্রে কলাকুশলীরা অসহযোগিতার পথে হাঁটবেন না বলেই জানানো হয়েছে।

পয়লা মে, ফেডারেশনের মেগা মিটিংয়ের পরই ইন্ডাস্ট্রির অন্দরে জোড়াল জল্পনা শোনা গিয়েছিল, কলাকুশলীরা একযোগে অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় এবং সুদেষ্ণা রায়-সহ ক’জন পরিচালককে ‘বয়কট’ করতে চলেছেন। এবার সেই আশঙ্কাই সত্যি হয়েছে। জানা গিয়েছে, বুধবার, ১৪ মে অনির্বাণ ভট্টাচার্যর বাংলা ব্যন্ড ‘হুলিগানিজম’-এর তৃতীয় গানের মিউজিক ভিডিও শুট করার কথা ছিল। তবে অভিনেতা-পরিচালকের সঙ্গে কাজ করতে নারাজ কলাকুশলীদের একাংশ। খবর, ফেডারেশনের তরফে এই সিদ্ধান্ত নাকি নির্ধারিত দিনের চব্বিশ ঘণ্টা আগেই ১৩ মে প্রযোজনা সংস্থা এসভিএফকে জানিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, অনির্বাণের এই মিউজিক ভিডিওর সঙ্গে যুক্ত থাকা প্রোডাকশন ডিজাইনার শুভার্থী বিশ্বাসকেও বয়কটের ডাক ওঠে। টলিপাড়ার অমন্দরমহল সূত্রে খবর, শুভার্থীর বিরুদ্ধে নাকি আর্ট ডিরেক্টর্স গিল্ডে অভিযোগ জানানো হয়। যদিও শুভার্থী সেই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন, তবে তাতেও লাভ হয়নি! শেষমেশ অনির্বাণের ‘হুলিগানিজম’-এর মিউজিক ভিডিওর কাজ বিশ বাঁও জলে। কোনও কলাকুশলীই তাঁর সঙ্গে কাজ করতে নারাজ। তবে ‘রঘু ডাকাত’ এবং পুরনো সব প্রজেক্টের ক্ষেত্রে বিশেষ ছাড় পেলেন অভিনেতা-পরিচালক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement