সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বনি কাপুরের মেয়ে তিনি। অর্জুন কাপুরের বোন। বাবার মতো প্রযোজনা কিংবা দাদার মতো অভিনয় জগতে এখনও পর্যন্ত আসেননি। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। আর সেখানেই ঘটিয়ে বসলেন এক কাণ্ড। ক্যামেরার সামনে অন্তর্বাস খুলে ফেললেন অংশুলা কাপুর (Anshula Kapoor)। তাতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
বলিউডে এখনও পর্যন্ত সেভাবে পা না রাখলেও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় অংশুলা। ইনস্টাগ্রামে পাঁচ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে তাঁর। সেখানেই নানা ছবি ও ভিডিও পোস্ট করেন। রবিবার অন্তর্বাস খোলার ভিডিওটি পোস্ট করেছেন অংশুলা। ফ্রক পরে ছিলেন তিনি। আচমকা পোশাকের ভিতরে হাত ঢুকিয়ে অন্তর্বাসের খুলে ফেলেন। গলার কাছ থেকে তা বের করে দেন।
[আরও পড়ুন: ফের আইনি বিপাকে কপিল শর্মা, চুক্তিভঙ্গের অভিযোগ জনপ্রিয় কমেডিয়ানের বিরুদ্ধে]
অন্তর্বাস এভাবে খোলার জন্য অংশুলার পরনের পোশাকটি খোলার কোনও প্রয়োজন হয়নি। বরং অন্তর্বাসের নাগপাশ থেকে নিজেকে মুক্ত করে বেশ উচ্ছ্বসিত হন তিনি। ভিডিওর ক্যাপশনে আবার ‘নো ব্রা ক্লাব’ (No Bra Club) হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “রবিবারের ব্রাঞ্চের জন্য বাড়ি ফেরার সবচেয়ে ভাল দিক।”
View this post on Instagram
অংশুলার এই ভিডিও অনেকেরই পছন্দ হয়নি। কেউ কটাক্ষ করে লিখেছেন, “তুমি কি মালাইকা অরোরাকে অনুসরণ করছ? খুবই হাস্যকর।” অংশুলা এমন ভিডিও পোস্ট করতে শুরু করেছেন বলে হতাশা প্রকাশ করেছেন কেউ কেউ। কেউ কেউ আবার তাঁকে এমন ভিডিও পোস্ট না করার পরামর্শ দিয়েছেন।
অবশ্য অর্জুন কাপুরের বোনের ভিডিও অনেকের প্রশংসাও পেয়েছে। তাঁর সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন তাঁরা। এভাবেই নিজের শর্তে বাঁচার পরামর্শও অংশুলাকে দিয়েছেন অনেকে।
View this post on Instagram