Advertisement
Advertisement
Cinema Hall reopens

নিউ নর্মালে প্রথম বাংলা সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে ‘এভাবেই গল্প হোক’, দেখুন আগাম ঝলক

পরিবর্তিত এই পরিস্থিতি কতটা ভাবাচ্ছে কলাকুশলীদের? জানালেন তাঁরা।

Bangla news of Cinema Hall reopens: First Bengali cinema -Ebhabei Golpo Hok, releasing in new normal amid COVID-19 situation | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 14, 2020 8:34 pm
  • Updated:October 14, 2020 8:34 pm

সুপর্ণা মজুমদার: অসম্পূর্ণতার মধ্যেও থাকে সম্পূর্ণতা। ‘শেষের কবিতা’তেও থাকে পূর্ণতা। জীবন কখনও থেমে থাকে না। তার গল্প চলমান। চলমান সেই গল্প নিয়েই নিউ নর্মালে প্রথম বাংলা ছবি হিসেবে মুক্তি পাচ্ছে ‘এভাবেই গল্প হোক’ (Ebhabei Golpo Hok)। পরিচালক রোহন সেনের পরিচালনায় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, বিবৃতি চট্টোপাধ্যায়, আনন্দ চৌধুরি, শাশ্বতী গুহঠাকুরতা। প্রয়াত অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়ের এটিই শেষ ছবি। করোনা (CoronaVirus) সংকটের আবহে শর্ত সাপেক্ষেই বৃহস্পতিবার খুলছে সিনেমা হলগুলি। ধারণ ক্ষমতার ৫০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন প্রেক্ষাগৃহে। পরিবর্তিত এই পরিস্থিতি কতটা ভাবাচ্ছে কলাকুশলীদের? জানালেন সেকথা।

সিনেমার মধ্যেই সিনেমার গল্প বলেছেন পরিচালক রোহন। যাতে আবার পরিচালকের চরিত্রে রয়েছেন জয় সেনগুপ্ত (Joy Sengupta)। বাস্তব আর কল্পনার মধ্যে বেঁচে থাকা এক মানুষের এই চরিত্রের দ্বন্দ্ব তাঁকে আকর্ষণ করেছিল। করোনা পরিস্থিতি না থাকলে আগেই মুক্তি পেত সিনেমাটি। এখন নিউ নর্মাল। ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, মিশ্র একটা অনুভূতি কাজ করছেন তাঁর মধ্যে। ছবি মুক্তির আনন্দের পাশাপাশি সংশয়ও রয়েছে। বড় পর্দাতেই সিনেমা দেখতে চান মানুষ। তবে এবারে একটা ভয়ও কাজ করছে মনে। তা দর্শকরা কতটা কাটিয়ে উঠবেন? জানার ইচ্ছে রয়েছে অভিনেতার।

Advertisement

[আরও পড়ুন: ‘আইপিএলে একটা সুযোগ হবে?’, ছেলে তৈমুরের জন্য আচমকা কেন এমন আবদার করিনার?]

সিনেমার আভিজাত্য সিনেমা হলেই। এমনটাই মনে করেন তরুণ পরিচালক রোহন সেন (Rohan Sen)। মাত্র ১৯ বছর বয়সেই সিনেমা তৈরি করে ফেলেছেন তিনি। সিনেমার প্রতি ভালবাসা থেকেই তা সম্ভব হয়েছে। করোনার আবহে সিনেমা হলে ছবি মুক্তির সিদ্ধান্ত ঝুঁকির। তবে নিজের সৃষ্টির প্রতি আস্থা রয়েছে রোহনের। আস্থা রয়েছে সিনেমা পাগল মানুষদের প্রতিও।

Advertisement

রোহনের প্যাশন দেখেই সিনেমার পাশে দাঁড়িয়েছেন সংগীত শিল্পী অমৃতা দে (Amrita De)। ছবির নিবেদক হওয়ার পাশাপাশি গানও গেয়েছেন তিনি। এতদিন বাদে সিনেমা হলে সিনেমা দেখার সুযোগ মানুষ ছাড়বেন না বলেই বিশ্বাস তাঁর। পুজোর আগে মাস্ক পরেই বাইরে বের হচ্ছেন মানুষ। শপিংও করছেন। প্রেক্ষাগৃহেও সুরক্ষা বিধি মেনে সিনেমা দেখবেন বলে মনে করছেন তিনি।

[আরও পড়ুন: মুরলীধরনের বায়োপিকের মোশন পোস্টার প্রকাশ্যে আসতেই নেটিজেনদের রোষানলে বিজয় সেতুপতি]

ছবিতে লাবণীর চরিত্রে অভিনয় করছেন বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee)। করোনার এই আবহে কোনও প্রত্যাশাই তিনি রাখছেন না।  ‘এভাবেই গল্প হোক’ যে দর্শকদের দরবারে পৌঁছতে পেরেছে। এটাই তাঁর কাছে সবচেয়ে বড় পাওনা।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ