BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘আমাকে নিয়ে পাঠান তৈরি করুন’, বলিউডকে আটকাতে প্রযোকদের অনুরোধ বাংলাদেশের নায়ক জায়েদ খানের

Published by: Akash Misra |    Posted: March 14, 2023 9:19 am|    Updated: March 14, 2023 9:19 am

Bangledeshi Actor Zayed Khan on Pathaan | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বের বক্স অফিসে পাঠান ছবি ঝড় তুললেও, বাংলাদেশে কিন্তু পাঠান ছবির এন্ট্রি নেই। বহু বৈঠকের পরও বাংলাদেশে বলিউডের এই ছবি দেখানো নিয়ে নানা রাজনীতি। ঠিক এরই মাঝে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জায়েদ খান ‘পাঠান’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন। তাঁর কথায়, ‘এ দেশে বলিউডের পাঠান আনার দরকার নেই। বরং আমাকে নিয়ে এখানকার প্রযোজকরা পাঠান তৈরি করুন!’

সম্প্রতি ওপার বাংলার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণের অনুষ্ঠানে হওয়া সাংবাদিক বৈঠকে এরকম মন্তব্য করেন জায়েদ খান।

[আরও পড়ুন: অস্কার মঞ্চে সেরা তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’, এই জয় বাঙালিরও! কীভাবে?]

জায়েদ আরও বলেন, ”গত ১৬ দিন মুম্বই ছিলাম কাজে। সেখানে ক’দিনে হিন্দি শিখে গিয়েছি। আমাদের হলগুলোতে হিন্দি ছবি চললে শিশুরা হিন্দি ভাষা শিখে যাবে। বাংলা সংস্কৃতি চর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার জন্য রক্ত দেওয়া হল, যুদ্ধ করা হল, সেই ভাষা হারিয়ে যাবে। হিন্দি ছবি এদেশে নিয়ে আসার চেয়ে আমাকে নিয়ে বলিউডের মতো ছবি তৈরি করেন।”

[আরও পড়ুন: অস্কার না জিতলেও মনোনীতরা পেলেন ব্যাগ ভরতি ১ কোটি টাকার গিফ্ট, কী কী রয়েছে?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে