BREAKING NEWS

১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

অস্কার মঞ্চে সেরা তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’, এই জয় বাঙালিরও! কীভাবে?

Published by: Akash Misra |    Posted: March 13, 2023 7:58 pm|    Updated: March 13, 2023 7:59 pm

Bengali girl from kolkata edited 'Elephant Whisperers' Documentary| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্কারের মঞ্চে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ভারতে তৈরি স্বল্পদৈর্ঘ্যের ছবি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। পুরস্কার নিতে মঞ্চে হাজির ছিলেন তথ্যচিত্রের পরিচালক কার্তিকি গনসালভেস, ও প্রযোজক গুনীত মোঙ্গা। কিন্তু জানেন কি, এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে এক বাঙালি কন্যার নামও। যাঁর বেড়ে ওঠা এই কলকাতা শহরেই। হ্যাঁ, সেই কন্যা হলেন সঞ্চারী দাস মল্লিক। ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ছবির সম্পাদনার দায়িত্বে ছিলেন সঞ্চারী। পুরস্কার জেতার খবর শুনে কলকাতায় বসে গর্বিত তাঁর মা শুভা দাস মল্লিক ও বাবা সাধন দাস মল্লিক।

[আরও পড়ুন: অস্কার না জিতলেও মনোনীতরা পেলেন ব্যাগ ভরতি ১ কোটি টাকার গিফ্ট, কী কী রয়েছে? ]

সিনেমা বিষয়টার সঙ্গে সঞ্চারীর পরিচিতি সেই ছোটবেলা থেকেই। সঞ্চারীর মা শুভা, সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউটে মাস কমিউনিকেশন বিষয়ের অধ্যাপক ছিলেন। শুধু তাই নয়, সঞ্চারীর দাদু মনজেন্দু মজুমদার ছিলেন সত্যজিৎ রায়ের সঙ্গে ‘ক্যালকাটা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা’ করেন। এমন মেয়ে যে সিনেমার সঙ্গে যুক্ত হবেন তা আন্দাজ করা গিয়েছিল ছোট থেকেই।

সঞ্চারী ও তাঁর মা-বাবা।

পুরস্কার জেতার পর সঞ্চারীর মা জানান, ” ২০২১ সাল থেকে সম্পাদনা শুরু করে সঞ্চারী। এটাই তাঁর প্রথম তথ্যচিত্র। এর আগে বেশ কিছু বিজ্ঞাপনের কাজ করেছে। পুরস্কার পাওয়ার পর আমি সঞ্চারীকে ফোন করেছিলাম। শুনতে পাচ্ছিলাম খুবই হইচই হচ্ছে। ওরা সবাই যে সেলিব্রেশনে ব্যস্ত বুঝতেই পেরেছিলাম। আর সত্য়িই তো সেলিব্রেশন হওয়ার মতোই তো ঘটনা। ”

[আরও পড়ুন: ‘RRR’কে বলিউড সিনেমা বলায় বিপত্তি, নেটিজেনদের রোষানলে অস্কারের সঞ্চালক জিমি ]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে