BREAKING NEWS

১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

অস্কার না জিতলেও মনোনীতরা পেলেন ব্যাগ ভরতি ১ কোটি টাকার গিফ্ট, কী কী রয়েছে?

Published by: Akash Misra |    Posted: March 13, 2023 6:20 pm|    Updated: March 13, 2023 6:56 pm

Inside the oscar gift bag and who wins it| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্কার স্ট্যাচু সবার কপালে নাও জুটলে, অ্যাকাডেমি কিন্তু নিরাশ করে না কাউকেই। আর তাই তো অস্কারে মনোনীত হওয়া প্রত্যেককে স্পেশাল গিফট ব্যাগ দেওয়া হল অ্যাকাডেমির তরফ থেকে। মার্কিল ডলারে যার মূল্য ১২৬,০০০। ভারতীয় মুদ্রায় যার দাম এক কোটি টাকার একটু বেশি।  তবে শুধু এই বছরই নয়। প্রত্যেক বছরই এরকম উপহারের ব্যবস্থা করে অ্যাকাডেমি।

তা কী কী রয়েছে এই উপহারের বাক্সে?

বিশ্বের নামী ব্র্য়ান্ডের লাইফস্টাইল ও বিউটি প্রোডাক্ট রয়েছে। সঙ্গে রয়েছে ইটালিয়ান লাইটহাউসের রেপ্লিকা, রয়েছে অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ডের এক চিলতে জমির রেপ্লিকা। পেটার তরফ থেকে সফট টয়। রয়েছে বেশ ওয়েলনেস প্রোডাক্টও। হাভানায় তৈরি হওয়া সুটকেসের ভিতরই ভরা রয়েছে এই উপহার সামগ্রী।

৯৫তম অস্কার হল ব্যতিক্রমী। বিশ্বের নানা প্রান্তের সিনেমা শিল্পীদের হাতে উঠল সোনালি পুতুল। উদ্বাস্তু যন্ত্রণার কাহিনি বলে সবচেয়ে বেশি সাতটি পুরস্কার জিতে নিল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। এই সিনেমায় অভিনয়ের জন্যই সেরা অভিনেত্রী হলেন মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। আর ‘দ্য হোয়েল’ সিনেমার জন্য সেরা অভিনেতা হলেন ব্রেন্ডন ফ্রেজার। ভারতীয়দের জন্য পাওনা ‘নাতু নাতু’ গান ও ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর অস্কার।

[আরও পড়ুন: ‘ফাটাফাটি’ ছবিতে এন্ট্রি নিলেন জাভেদ আলি! গাইলেন ফাটাফাটি গান]

এক নজরে দেখে নেওয়া যাক গোটা তালিকা-

সেরা ছবি –এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা পরিচালক – ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা অভিনেতা – ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)
সেরা অভিনেত্রী – মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা সহ-অভিনেতা – কি হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা সহ-অভিনেত্রী – জেমি লি কার্টার (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা অরিজিনাল চিত্রনাট্য – ড্যানিয়েল কাওয়ান ও ড্যানিয়েল স্কিনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য – সারা পোলে (উইমেন টকিং)
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম – গুইলার্মো দেল তোরো’স পিনোচিও
সেরা বিদেশি ছবি – অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)
সেরা ডকুমেন্টারি ফিচার – নাভালনি
সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট – দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম – অ্যান আইরিশ গুডবাই
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম – দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স
সেরা অরিজিনাল স্কোর – ভলকার বার্টেলম্যান (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
সেরা অরিজিনাল সং – নাতু নাতু (RRR)
সেরা সাউন্ড – মার্ক ওয়েনগার্টেন, জেমস ম্যাথের, এআই নেলসন, ক্রিস বার্ডন, মার্ক টেলর (টপ গান: ম্যাভরিক)
সেরা প্রোডাকশন ডিজাইন – অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা সিনেমাটোগ্রাফি – জেমস ফ্রেন্ড (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং – আদ্রিয়ান মোরোট, জুডি চিন, অ্যান মেরি ব্রাডলি (দ্য হোয়েল)
সেরা কস্টিউম ডিজাইন – রুথ ই কার্টার (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার)
সেরা সম্পাদনা – পল রজার্স (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা ভিজ্যুয়াল এফেক্ট – অ্যাভাটর: দ্য ওয়ে অব ওয়াটার

[আরও পড়ুন: নটীর জীবনের সুন্দর কোলাজ ‘বিনোদিনী অপেরা’, মন ছুঁয়ে যায় সুদীপ্তার অভিনয় ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে