BREAKING NEWS

১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘ফাটাফাটি’ ছবিতে এন্ট্রি নিলেন জাভেদ আলি! গাইলেন ফাটাফাটি গান

Published by: Akash Misra |    Posted: March 13, 2023 4:35 pm|    Updated: March 13, 2023 4:35 pm

Singer Javed Ali sings for Bengali Movie fatafati| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ফাটাফাটি এন্ট্রি। হ্যাঁ, আবির চট্টোপাধ্য়ায় ও ঋতাভরী চক্রবর্তীর নতুন ছবি ফাটাফাটিতে গান গাইবেন জনপ্রিয় গায়ক জাভেদ আলি। পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনায় তৈরি ছবির একটি গানের সম্প্রতি রেকর্ডিং সেরে ফেললেন জাভেদ। নন্দিতা ও শিবপ্রসাদের প্রযোজনা সংস্থার ফেসবুক পেজ থেকে শেয়ার করা হল এই গানের টিজার।

ঋতাভরী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি প্রথম থেকেই খবরে ছিল। এই ছবির গল্পই যে আসল তুরুপের তাস তার প্রমাণ পাওয়া যাবে মে মাসের ১২ তারিখ। ছবি নিয়ে বলতে গিয়ে ঋতাভরী জানিয়েছেন, ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটির পর অরিত্র ও জিনিয়াদির সঙ্গে এটাই আমার দ্বিতীয় ছবি। দারুণ এক বন্ধুত্ব তৈরি হয়েছে এই দুটি মানুষের সঙ্গে। আশা করি ছবিটি সবার ভাল লাগবে।’ ছবিতে একেবারে নতুন অবতারে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে।

[আরও পড়ুন: হলিউড ম্যাগাজিনে দীপিকার নাম বদলে ক্যামিলা, অভিনেত্রীকে চিনতেই পারল না মার্কিন সংবাদপত্র! ]

একটু বেশিই মোটা! এত্ত রোগা কেন? বড্ড বেশি লম্বা! এক্কেবারে বেটে বামন — শরীর নিয়ে কতই না ছুৎমার্গ! তা কাটাতেই আসছে উইন্ডোজ প্রোডাকশনের নতুন ছবি ‘ফাটাফাটি’ (Fatafati Movie)।

[আরও পড়ুন: ভাইরাল জ্বরে কাবু রুক্মিণী-সহ ‘নটী বিনোদিনী’র গোটা টিম! আপাতত বন্ধ ছবির শুটিং ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে