BREAKING NEWS

১৭ চৈত্র  ১৪২৯  শনিবার ১ এপ্রিল ২০২৩ 

READ IN APP

Advertisement

বলিউডে ফের নরেন্দ্র মোদির বায়োপিক, প্রকাশ্যে ‘এক নয়া সবেরা’র প্রথম ঝলক

Published by: Akash Misra |    Posted: January 30, 2023 5:50 pm|    Updated: January 30, 2023 5:50 pm

Biopic on PM Modi titled Ek Naya Savera to hit big screens soon| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড়পর্দায় আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। ছবির নাম ‘এক নয়া সবেরা।’ ছবির পরিচালক সাব্বির কুরেশি। এই ছবিতে মোদির ভূমিকায় দেখা যাবে অভিনেতা বিকাশ মাহান্তে। মোদির ছোটবেলার চরিত্রে দেখা যাবে শিশুশিল্পী রুদ্র রামটেকরকে।

২০১৯ সালে মুক্তি পেয়েছিল পরিচালক উমঙ্গ কুমারের ছবি ‘পিএম নরেন্দ্র মোদি’। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল বিবেক ওবেরয়কে। ছবিটি বক্স অফিসে খুব একটা ব্যবসা করতে পারেননি। তবে মোদি লুকে প্রশংসা পান বিবেক। এই ছবিতে মোদির মা হীরাবেনের চরিত্রে অভিনয় করছেন শান্তি দেবী আগরওয়াল।মোদীর বোনের চরিত্রে অভিনয় করবেন গুঞ্জন রামটেকর। মোদীর বাবা দামোদরদাস মোদীর চরিত্রে দেখা যাবে সিকন্দর খানকে।

এই ছবির চিত্রনাট্য়ে একেবারে অন্যভাবে ধরা দেবেন নরেন্দ্র মোদি। তাঁর কৈশোরকাল থেকে যুবক হয়ে ওঠার গল্পই বেশিমাত্রায় জায়গা পাবে। ব্যক্তি মোদিই প্রাধান্য পাবে এই ছবির গল্পে। পরিচালক সাব্বির বলেন, আমার সৌভাগ্য যে নরেন্দ্র মোদির জীবনকে পর্দায় তুলে ধরার সুযোগ পাচ্ছি।

[আরও পড়ুন: এবার গোয়েন্দা অবতারে করিনা কাপুর খান, প্রকাশ্যে ‘বাকিংহাম মাডার্স’ ছবির ফার্স্টলুক ]

সংবাদমাধ্যমে এই ছবির পরিচালক জানিয়েছেন,’আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে, এবং তাঁর চরিত্রকে দর্শকের সামনে তুলে ধরতে পারা আমার কাছে সৌভাগ্য ও সম্মানের’, পরিচালকের কথায়, এই ছবির জন্য তিনি প্রায় ৬ মাস ধরে গবেষণা করেছেন তিনি।

[আরও পড়ুন: হিন্দি গান কেন গাইছেন? কৈলাস খেরকে লক্ষ্য করে ছোঁড়া হল বোতল, ভাইরাল ভিডিও ]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে