BREAKING NEWS

১৫ অগ্রহায়ণ  ১৪২৭  শনিবার ৫ ডিসেম্বর ২০২০ 

Advertisement

বাবা নিরালার মুখোশ কি খুলবে? ‘আশ্রম চ্যাপ্টার ২’-এর টিজারে প্রশ্ন উসকে দিলেন ববি দেওল

Published by: Suparna Majumder |    Posted: October 22, 2020 10:03 pm|    Updated: October 22, 2020 10:03 pm

An Images

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ‘সত্তি’র সুন্দরী স্ত্রী ববিতাকে নেশায় আচ্ছন্ন করে তাঁকে ধর্ষণ করছেন মন্টি ওরফে বাবা নিরালা। ঠিক এইখানেই শেষ হয়েছিল ‘আশ্রম’-এর (Aashram) প্রথমভাগের কাহিনি। নাটকীয় সেই মোড় থেকেই শুরু হতে চলেছে সিরিজের নতুন অধ্যায়। এবার বাবা নিরালার মুখোশের আড়ালে থাকা আসল চেহারা কি প্রকাশ্যে আসবে? এই প্রশ্ন উসকে দিয়েই ‘আশ্রম চ্যাপ্টার ২’র (Aashram Chapter 2) প্রথম ঝলকের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করলেন ববি দেওল (Bobby Deol)।

[আরও পড়ুন: ‘স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো যেন পর্ন হাব’, এবার কঙ্গনা রানাউতের নিশানায় ওয়েবদুনিয়া]

‘যমলা পাগলা দিওয়ানা ২’-এর চার বছর পর ‘পোস্টার বয়েজ’-এর ছবিতে বড়পর্দায় ফেরেন ববি। ‘রেস ৩’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। কিন্তু সলমন খানের (Salman Khan) মতো তারকা থাকা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। তারপরই নিজেকে পালটাতে শুরু করেন ববি দেওল। অভিনয়ের পাশাপাশি কেরিয়ারের গতিপথও পালটে ফেলেন। ওয়েব দুনিয়ায় মন দেন ধর্মেন্দ্র-পুত্র। শাহরুখ খানের (Shahrukh Khan) প্রযোজনায় অভিনয় করেছেন নেটফ্লিক্সের (Netlfix) ‘ক্লাস অফ ৮৩’তে। তারপরই বাবা নিরালা হয়ে আসেন প্রকাশ ঝা পরিচালিত ‘আশ্রম’-এ।

এম এক্স প্লেয়ারের (MX Player) এই ক্রাইম ড্রামা সিরিজের প্রথমভাগে দলিত-নিচু জাতের মানুষের ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল বাবা নিরালার চরিত্রকে। পাশাপাশি আভাস দেওয়া হয়েছিল তাঁর অন্য এক অন্ধকার জগতের। প্রথমভাগে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল চন্দন রায় সান্যাল (নিরালার ছায়াসঙ্গী ভোপে), অদিতি পোহাকর (পম্মি), তুষার পাণ্ডে (সত্তি), ত্রিধা চৌধুরী (ববিতা), অনুপ্রিয়া গোয়েঙ্কা (ডা. নতাশা), দর্শন কুমার (উজাগর সিং)। নতুন চ্যাপ্টারে খুলবে নতুন রহস্যের দরজা। যাতে আরও পরিস্ফুট হবে নিরালার অন্ধকার দিক। ১১ নভেম্বর থেকে দেখা যাবে নতুন এই এপিসোডগুলি।  

[আরও পড়ুন: সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুললেন হৃতিক রোশনের মা, সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট]

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement