Advertisement
Advertisement
Cinematogrpahy Act

বাদল অধিবেশনে সিনেম‌াটোগ্রাফ বিল পেশ, পাইরেসি আটকাতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই মিশনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

Cinematograph Act 2023 got green signal from 'Modi cabinet'| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 20, 2023 5:42 pm
  • Updated:April 20, 2023 5:42 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: পাইরেসি রুখতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার। আসন্ন বাদল অধিবেশনে পেশ হতে চলেছে সিনেমাটোগ্রাফ (সংশোধনী) বিল, ২০২৩। বলিউড, টলিউড থেকে শুরু করে দেশের বিভিন্ন চলচ্চিত্র শিল্প গত কয়েকবছরে ক্ষতিগ্রস্ত হয়েছে পাইরেসির কারণে। যার জেরে বিশাল আর্থিক ক্ষতির মুখোমুখিও হতে হয়েছে। এই পাইরেসি রুখতে দোষীর তিন মাস থেকে তিন বছরের কারাদণ্ড এবং তিন লক্ষ টাকা থেকে শুরু করে যে ছবির পাইরেসি করা হবে, তার গ্রস প্রোডাকশন মূল্যের পাঁচ শতাংশ পর্যন্ত জরিমানার প্রস্তাব আনা হচ্ছে। একইসঙ্গে ছবির ছাড়পত্রে যুক্ত হতে চলেছে আরও দু’টি কাঠামো। এতদিন তিনটি বয়সভিত্তিক ছাড়পত্র দেওয়া হত ছবিকে। ‘ইউ’ অর্থাৎ ইউনিভার্সাল বা সবার জন্য। ‘ইউ/এ’ বা আন্ডার এজ, অর্থাৎ অনূর্ধ্ব ১২ বয়সিদের এই ধরনের ছবি দেখতে হলে অভিভাবকদের সম্মতি নেওয়া প্রয়োজন। এবং ‘এ’, অর্থাৎ অ্যাডাল্ট বা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। ‘ইউএ’ বিভাগটিকে তিনটি ভাগে ভাগ করা হতে চলেছে। ‘ইউএ ৭+’, ‘ইউএ ১৩+’ এবং ‘ইউএ ১৬+’।

[আরও পড়ুন: মহিলাকে হেনস্তা ও ক্রমাগত হুমকি, অভিনেতা সাহিল খানের বিরুদ্ধে দায়ের এফআইআর ]

এদিকে কেন্দ্র সরকারের অনুমোদন পেল জাতীয় কোয়ান্টাম মিশন। এর প্রধান লক্ষ‌্য, কোয়ান্টাম প্রযুক্তির উন্নয়ন। ২০২৩-’২৪ থেকে ২০৩০-’৩১ সময়কালের এই মিশনের ব‌্যয়বরাদ্দ ৬,০০৩.৬৫ কোটি টাকা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই মিশনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ভুয়ো ভিডিও বন্ধ হোক, বচ্চন পরিবারের করা মামলায় নিষিদ্ধ একডজন ইউটিউব চ্যানেল!]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ