ছবি: দেবলীনা কুমার ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেরুয়া বিকিনি পরে খাল কেটে বিতর্কের কুমির বয়ে এনেছিলেন দীপিকা পাড়ুকোন। সেই ‘বেশরম’ গান নিয়ে কম চর্চা হয়নি নেটপাড়ায়। এমনকী রাজনৈতিকমহলের অন্দরেও সমালোচনা বহাল ছিল। যার জেরে সেন্সরের কাঁচিতে পড়তে হয় পাঠান ছবির সেই গানকে। এবার সেই রঙের বিকিনি পরে ছবি দেওয়ায় দেবলীনা কুমারকেও (Devlina Kumar) শুনতে হল খোঁচা!
সম্প্রতি স্বামী গৌরব চট্টোপাধ্যায়কে নিয়ে বিদেশে ঘুরতে গিয়েছেন দেবলীনা কুমার। সেখান থেকেই একাধিক বোল্ড ছবি শেয়ার করে নেটপাড়ায় শোরোগোল ফেলে দিয়েছেন তারকাদম্পতি। এবার গেরুয়া বিকিনি পরে হট অবতারে ধরা দিলেন টলিউড অভিনেত্রী। তাঁকেই কিনা বডিং শেমিংয়ের শিকার হতে হল। পাশাপাশি গেরুয়া বিকিনি পরায় দেবলীনার উদ্দেশে উড়ে এল এমনও মন্তব্য, যেখানে লেখা- “বিজেপি আপনার লোকেশন জানতে চাইছে।”
View this post on Instagram
নাচের স্কুলের পাশাপাশি দেবলীনা টলিপাড়াতেও সমানতালে সিনেমা-সিরিজে অভিনয় করে চলেছেন। তিনি আবার একাধারে তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকন্যাও। আর সেই অভিনেত্রীই এবার গেরুয়া বিকিনি পরে বোল্ড অবতারে ধরা দেওয়ায় নেটপাড়ার নীতিপুলিশদের চক্ষুশূল হলেন। যদিও ওই মন্তব্যের পালটা কোনও উত্তর দেননি দেবলীনা কুমার।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.