সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ার অভিনেতারা বর্তমানে চরিত্র নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করছেন। আদ্যোপান্ত কমার্শিয়াল সিনেমার মুখদের এখন ভিন্নস্বাদের সিনেমায় দেখা যাচ্ছে। ছকভাঙা চরিত্রে অভিনয় করে যেমন তাঁরা দর্শকদের নজর কাড়ছেন, তেমন সিনেসমালোচকদের কলমেও প্রশংসিত হচ্ছেন। সেই তালিকায় এবার নবতম সংযোজন সম্ভবত কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)।
‘আবার প্রলয়’ সিরিজে ‘মোহিনী মা’য়ের চরিত্রে নজর কেড়েছিলেন কৌশানী। সেই সিরিজে অভিনেত্রীর ক্যারাটের মারপ্যাঁচ দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। শুধু তাই নয়, মোহিনী মায়ের চরিত্রের জন্য ঠিক যেরকম বডি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন ছিল, সেরকমটাই রপ্ত করেছিলেন কৌশানী। এবার শোনা যাচ্ছে, রাজ চক্রবর্তীর সিরিজের পর নাকি তিনি নন্দিতা-শিবপ্রসাদের সিনেমায় অভিনয় করতে চলেছেন টলিউড নায়িকা।
যদিও কোনও তরফেই এই খবরে সিলমোহর বসাননি এখনও আনুষ্ঠানিকভাবে। তবে টলিপাড়ার অন্দরে অন্তত এমনটাই খবর। শোনা গিয়েছে, উইন্ডোজ-এর ‘হিট মেশিন’ নাকি এবার নতুন আরেকটি সিনেমার পরিকল্পনা করছেন। আর সেই ছবির জন্যই প্রস্তাব গিয়েছে কৌশানী মুখোপাধ্যায়ের কাছে। পারিবারিক গল্পের মোড়কে চিরাচরিত শিবু-নন্দিতা স্টাইলে সামাজিক বার্তা দেবে এই ছবি। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে রাখি গুলজার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে ‘আমার বস’ নামে নতুন ছবির ঘোষণা করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়। সেই সিনেমা ফ্লোরে যাওয়ার আগেই নাকি এবার আরেকটা ছবির কথা ভাবছেন তাঁরা। যেখানে কৌশানীর কথা ভেবেছেন হিট পরিচালকজুটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.