সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা হতে চলেছেন ‘ইন্ডিয়ান আইডল’ রিয়্যালিটি শো থেকে জনপ্রিয় হওয়া গায়ক রাহুল বৈদ্য (Rahul Vaidya)। তবে সেই রিয়্য়ালিটি শোয়ে সেরার শিরোপা মাথায় না উঠলেও, রাহুল কিন্তু বেশ জনপ্রিয় সংগীত জগতে। সেই রাহুলই এবার বাবা হতে চলেছেন। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় সোনোগ্রাফির ছবি পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন রাহুল।
স্ত্রী দিশা পরমারের সঙ্গে কালো পোশাকে সেজে ছবি পোস্ট করলেন রাহুল। লিখলেন, আমরা হবু মা-বাবা। সঙ্গে পোস্ট করলেন সোনাগ্রাফির ছবিও।
[আরও পড়ুন: Cannes-এর রেড কার্পেটে ভ্রান্তিবিলাস, উর্বশীকে ঐশ্বর্য বলে ডাক! ‘হোমওয়ার্ক করুন..’ উড়ল কটাক্ষ]
View this post on Instagram
বিগ বসের ঘরেই দিশার প্রেমে পড়েছিলেন গায়ক রাহুল বৈদ্য। বিগ বসের ঘরেই সংসার করার স্বপ্ন দেখেছিল অভিনেত্রী দিশা পরমার। বিগ বসের বাড়িতে প্রেম শুরু হওয়ার পর অনেকেই মনে করেছিলেন এ প্রেম শুধুই টিআরপির জন্য। তবে বিগ বস থেকে বেরিয়েও নিজের প্রেমকে অটুট রেখেছিলেন রাহুল ও দিশা। ২০২১ সালের জুলাই মাসে শেষমেশ সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। আর এবার সংসারে নতুন সদস্য আসার পালা।