Advertisement
Advertisement
Dunki SRK

কাকভোরে বাদশা-বন্দনা, ‘ডাঙ্কি’র শোয়ে হলে পুড়ল দেদার আতসবাজি, ‘লুট পুট গয়া’ শাহরুখ ভক্তরা

দেখুন ভক্তদের উল্লাসের ভিডিও।

Dunki: SRK Fans Kick Off 1st Day 1st Show, dance inside Gaiety Galaxy| Sangbad Pratidin

'ডাঙ্কি'র শোয়ে হলে দেদার আতসবাজি পোড়ালেন শাহরুখ ভক্তরা (ছবি- এক্স হ্যান্ডেল)

Published by: Sandipta Bhanja
  • Posted:December 21, 2023 9:25 am
  • Updated:December 21, 2023 9:25 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ ডিসেম্বর। মুক্তি পেল ‘ডাঙ্কি’ (Dunki)। সেই কাকভোর থেকেই বাদশা-বন্দনা শুরু। মুম্বইয়ের গেইটি গ্যালাক্সিতে ভোর ৫.৫৫ তে শোয়ে যা খেল দেখালেন শাহরুখ খানের (Shah Rukh Khan) ভক্তরা, সেসব ক্যামেরাবন্দি মুহূর্তরা বর্তমানে নেটপাড়ায় ভাইরাল।

গেইটি গ্যালাক্সি মুম্বইয়ের সেই সিঙ্গল স্ক্রিন থিয়েটার যেখানে একটানা দু’দশক ধরে শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ দেখিয়ে রেকর্ড গড়েছিল। আর সেই প্রেক্ষাগৃহেই ‘ডাঙ্কি’র ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গিয়ে দর্শক অনুরাগীদের উচ্ছ্বাস যেন কিছুতেই বাঁধ মানছে না। কিং খানের বিশাল কাটআউটের সামনে
ঢোল-তাসার তালে দেদার নাচ তো বটেই পাশাপাশি আতসবাজিও পোড়ালেন তাঁরা। শুধু তাই নয়, ‘ডাঙ্কি’ চলাকালীন ‘লুট পুট গয়া’ গান শুরু হতেই গোটা হল নেচে উঠল। এমন উন্মাদনা চাক্ষুষ না করলেই নয়!

Advertisement

[আরও পড়ুন: ‘যত্ত সড়কছাপ…’! ‘ডাঙ্কি’ মুক্তির আগে ফের শাহরুখকে খোঁচা সমীর ওয়াংখেড়ের?]

পাঠান’, ‘জওয়ান’-এর পর এবার ‘ডাঙ্কি’র খেলা দেখানোর পালা! তেইশে এমনিতেই শাহরুখ খানের বৃহস্পতি তুঙ্গে। আট মাসের ব্যবধানে দু দুটো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি। বছরের শেষে এবার ‘ডাঙ্কি’ হিট করলেই ষোলো কলা পূর্ণ। উপরন্তু রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখের প্রথম সিনেমা, অতঃপর এই ছবি নিয়ে যে ভক্তদের মধ্যে বিশেষ উন্মাদনা থাকবে, তা হলফ করে বলা যায়। এই ছবির মার্কশিটে ব্লকবাস্টার নম্বর তুলতে কোনওরকম কসরত করতে ছাড়েননি কিং খান। এবার দেখার পালা কত নম্বর তুলতে পারে শাহরুখের ‘ডাঙ্কি’।

[আরও পড়ুন: বুর্জ খলিফায় বাদশারাজ, ‘ডাঙ্কি’ ঝড়ে কাঁপছে বলিউডও, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখছেন কোন তারকারা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ