Advertisement
Advertisement
Nusrat Jahan

ইদের সাজে নুসরত, স্পেশ্যাল মেহেন্দিতে রাঙালেন হাত, ‘চাঁদ রাত’ কীভাবে উদযাপন করছেন?

খুশির ইদে নুসরত জাহানের চমক!

Eid 2024: Actress Nusrat Jahan flaunts Eid special Mehendi

ছবি- ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:April 11, 2024 12:04 am
  • Updated:April 11, 2024 12:04 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দেখো চাঁদ আ গ্যায়া…’, দেশজুড়ে খুশির ইদের আবহ। আমজনতা থেকে সেলেব, সকলেই ইদের আনন্দে মেতে উঠেছেন। টলিউড অভিনেত্রী নুসরত জাহানের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। প্রতিবার নিয়ম করে পরিবারের সঙ্গে ইদ উদযাপন করেন অভিনেত্রী। এবারও তার অন্যথা হল না। রাতের আকাশে চাঁদ দেখা দিতেই ইদ উদযাপনে মেতেছেন নুসরত।

মেহেন্দিতে হাত রাঙিয়েছেন অভিনেত্রী। ডিজাইনও অভিনবত্ব। মেহেন্দির কলকায় নুসরত জাহানের হাতে ফুটে উঠেছে চাঁদ-তারা। আর সেই ছবি শেয়ার করেই বৃহস্পতিবার রাতে নেটপাড়ায় প্রশ্ন ছুঁড়লেন, “আমার মেহেন্দিটা কীরকম? আপনার ইদ স্পেশ্যাল মেহেন্দির ছবি শেয়ার করুন। সকলকে চাঁদ মুবারক।” ভক্তরাও নায়িকাকে পালটা ইদের শুভেচ্ছা জানিয়েছেন। পরনে আকাশি রঙের সালোয়ার। হালকা মেকআপ। চোখেমুখে খুশির ঝলক। নুসরতের মিষ্টি ছবিতে মন মজেছে নেটপাড়ার। কেউ কেউ তো আবার প্রশংসা করে তাঁকেই ‘চাঁদ’ বলে বসলেন!

Advertisement

[আরও পড়ুন: জামরুল চাষ করছেন মিমি! গাছ ভর্তি ফল দেখে আহ্লাদে আটখানা অভিনেত্রী, দেখুন ভিডিও]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

Advertisement

সম্প্রতি শহরের এক বিলাসবহুল হোটেলে আয়োজিত ইফতার পার্টিতে জুটিতে গিয়েছিলেন যশ-নুসরত। ডায়েট ভুলে কবজি ডুবিয়ে রকমারি পদে ইফতার সারেন তারকাজুটি। নিজেরাই পবিত্র রমদানে ইফতার করার ছবি শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায়। প্লেটে সাজানো থরে থরে পদ। রকমারি ফল, সিঙারা, চপ, মিষ্টি, শরবৎ- তালিকায় মুখরোচক বহু খাবার। ক্যাপশনে নুসরত লিখেছিলেন- “রমদান আপনার জীবনে শান্তি, শক্তি নিয়ে আসুক। আপনার হৃদয় আরও দয়ায় পরিপূর্ণ হোক।” তবে নুসরতের সঙ্গে ইফতার পার্টিতে গিয়ে কটু কথা শুনতে হয়েছিল যশকে। সেসবে পাত্তা না দিয়ে অভিনেত্রীকে নিজের মতো করে ইদ উদযাপন করতে দেখা গেল।

[আরও পড়ুন: ‘ধর্ম নিয়ে মশকরা নয়!’, বোল্ড ফটোশুট করতেই হুমকির মুখে পপ তারকা রিহানা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ