BREAKING NEWS

২৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  শনিবার ১০ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

ফলের গুণেই মিলবে সুস্থতা, বার্তা দিতে বেপরোয়া এষা

Published by: Sangbad Pratidin Digital |    Posted: August 10, 2017 9:43 am|    Updated: October 5, 2019 4:32 pm

Esha Gupta leaves little to imagination, bares her 'pomegranates'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক পোস্টে ইনস্টাগ্রামের তাপমাত্রা বাড়িয়ে চলেছেন এষা গুপ্তা। নিজের নতুন ছবি ‘বাদশাহো’তে দাবাং অবতারে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের সেনসুয়াস দিকটি ফুটিয়ে তুলতে কোনও কসুর করছেন না অভিনেত্রী।

[‘বাবুমশাই’ নওয়াজের তালে সিজলিং শ্রদ্ধার ঠুমকা]

কিছুদিন আগেই কালো অন্তর্বাস পরে ক্যামেরার সামনে এসেছিলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তাঁর সেই ছবি।

All eyes on you

A post shared by Esha Gupta (@egupta) on

তার কিছুদিন পরই উর্ধাঙ্গ অনাবৃত করে ফোকাসে ধরা দেন এষা। তাঁর সেই রূপ কেড়েছিল সকলের নজর। দর্শকদের নিজের বক্ষদেশের পাশের ট্যাটুটিও দেখান নায়িকা।

All eyes on you

A post shared by Esha Gupta (@egupta) on

[জানেন, ‘সেক্স টয়’ কেনার ব্যাপারে এগিয়ে কোন রাজ্যের মহিলারা?]

All eyes on you

A post shared by Esha Gupta (@egupta) on

এবার নিজের নগ্নতায় নয়া মাত্রা যোগ করলেন এষা। নিজের উন্মুক্ত স্তনযুগলের সামনে দুটি বেদানা ধরে পোজ দিলেন নায়িকা। কিন্তু কেন এমনটা করলেন অভিনেত্রী? আসলে মহিলাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে বার্তা দিতে চেয়েছেন তিনি। সে কারণেই এই রূপে নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরেছেন। ক্যাপশনে লিখেছেন ‘হেলদি লাইফ’।

Healthy life 😋

A post shared by Esha Gupta (@egupta) on

নায়িকার এই হেলদি লাইফের টিপস নেটিজেনদের বেশ মনে ধরেছে। ইতিমধ্যেই প্রায় পঞ্চাশ হাজার মানুষ লাইক দিয়েছেন এই ছবিতে। পয়লা সেপ্টেম্বর মুক্তি পাবে এষার ছবি ‘বাদশাহো’। তবে সিনেমার কারণে কম, নিজের ছবির সৌজন্যেই নেটদুনিয়ায় বাড়ছে এষার কদর। এমনটাই মনে করছেন অনেকে।

[এবার সংস্কারি সেন্সরের কোপে অক্ষয়ের ‘টয়লেট এক প্রেম কথা’]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে