Advertisement
Advertisement
Kapil Dev Exclusive

রণবীর সিংয়ের সঙ্গে এক ড্রেসিংরুমে থাকতে নারাজ কপিল দেব, কিন্তু কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটালের মুখোমুখি হয়ে মনের কথা বললেন কিংবদন্তি ক্রিকেটার।

EXCLUSIVE: Here is why Ranveer Singh would have been a big challenge for Kapil Dev in dressing room | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 13, 2021 7:33 pm
  • Updated:January 20, 2022 6:43 pm

গৌতম ভট্টাচার্য: তিরাশির বিশ্বকাপের সময়ে ড্রেসিংরুমে সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, মহিন্দর অমরনাথের মতো ক্রিকেটারের সঙ্গে ছিলেন তিনি। তবে রণবীর সিংয়ের (Ranveer Singh) সঙ্গে এক ড্রেসিংরুমে থাকতে নারাজ কপিল দেব (Kapil Dev)। সংবাদ প্রতিদিন ডিজিটালের মুখোমুখি হয়ে একথাই জানালেন কিংবদন্তি ক্রিকেটার। রণবীরকে ড্রেসিংরুমে নিয়ন্ত্রণে রাখা বড় কঠিন হত বলেই মত তাঁর। 

 

Advertisement

২৪ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘৮৩’ (83 Movie)। তার আগে পরিচালক কবীর খানের সঙ্গে কলকাতায় এসে ছবির প্রচার সেরে গেলেন কপিল দেব।  প্রচারের ফাঁকেই সংবাদ প্রতিদিন ডিজিটালের মুখোমুখি হয়েছিলেন দু’জন। আড্ডার ফাঁকে রণবীর সিংয়ের প্রসঙ্গ ওঠে। রণবীর সিং টিমে থাকলে কোথায় রাখতেন?  রবি শাস্ত্রীর সঙ্গে না সুনীল গাভাসকারের সঙ্গে? প্রশ্ন উঠতেই তিরাশির বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন বলেন, “এটা বলা খুবই কঠিন। রণবীরের নিজস্ব জায়গা রয়েছে। কারও সঙ্গে ওঁর তুলনা করা যায় না।” রণবীর সিংয়ের একটা নিজস্বতা রয়েছে বলেও জানান কপিল দেব।

Advertisement

 

[আরও পড়ুন: Kareena Kapoor: সুরক্ষাবিধি না মেনেই চুটিয়ে পার্টি! করোনা আক্রান্ত করিনা কাপুর]

এরপরই কিংবদন্তি ক্রিকেটার বলেন, “রণবীরকে দেখলে আমার মনে প্রশ্ন জাগে, ও কি সবসময় এরকম? জন্মগত প্রতিভা? এক মাস বাদে আপনার সঙ্গে দেখা হতে জড়িয়ে ধরে চুমু খেতে চাইবে। এটাই ও। আমার ভাল লাগে এমন মানুষ।” 

 

‘৮৩’ ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করার জন্য প্রচুর পরিশ্রম করেছেন রণবীর। ১০ দিন কপিল দেবের বাড়িতে গিয়ে ছিলেন তিনি। সেই অভিজ্ঞতা জানাতে গিয়েই, অভিনেতার নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন কপিল দেব। জানান, শুধুমাত্র রণবীরের জন্য নিজের বাড়ির ডিনার টাইম বদল করেছিলেন। এমনিতে আটটায় নৈশভোজ সেরে ফেলার অভ্যাস কপিল দেবের। রণবীরের জন্য তা রাত ন’টায় করতেন। 

দেখুন ভিডিও –

পরিচালক কবীর খান (Kabir Khan) আবার মনে করেন, যে কোনও ক্রিকেটারের চরিত্রেই অনায়াসে মানিয়ে নিতেন রণবীর সিং। ‘৮৩’ ছবিতে তিনি কপিল দেব হয়েছেন বটে, অন্য কোনও ক্রিকেটারের চরিত্রেও দিব্যি মানিয়ে যেত অভিনেতাকে। কপিল দেব, রণবীর সিং ও সলমন খান — তিন তারকার মধ্যে মিল কোথায়? সে প্রশ্নেরও উত্তর দেন কবীর। তাঁর মতে, তিন তারকার ফোকাস অনবদ্য। 

Ranveer and Kabir

[আরও পড়ুন: ‘ঘ্যানঘ্যানে’ স্বস্তিকা! অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এ কেমন পোস্ট মীরের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ