Advertisement
Advertisement
Jawan Netflix

নেটফ্লিক্সে হাজির আনকাট ‘জওয়ান’, নতুন কী চমক থাকছে শাহরুখের এই ব্লকবাস্টার ছবিতে?

জন্মদিনে বড়সড় চমক দিলেন শাহরুখ।

Extended version of Shah Rukh Khan's blockbuster out now on Netlfix| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 2, 2023 4:19 pm
  • Updated:November 2, 2023 4:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫৮-এর জন্মদিনে প্রকাশ্য়ে এল শাহরুখের নতুন ছবি ‘ডাঙ্কি’ ছবির টিজার। প্রথম ঝলকেই একেবারে নতুন অবতারে নজর কাড়লেন শাহরুখ। তবে এবারের জন্মদিনে আরও একটি চমক দিলেন বলিউড বাদশা। নেটফ্লিক্সে হাজির শাহরুখের ব্লকবাস্টার ছবি জওয়ান। তবে চমক এখানেই শেষ নয়, জওয়ান যে দৃশ্য় সিনেমা হলে দেখা যায়নি, তা এবার দেখা যাবে নেটফ্লিক্সে রিলিজ হওয়া জওয়ান ছবিতে।

তা কী কী থাকছে নতুন ‘জওয়ান’ ছবিতে?

Advertisement

নেটফ্লিক্সের জওয়ান ছবিতে রয়েছে, শাহরুখের রাজনৈতিক মোনোলগের আরও বর্ধিত অংশ। রয়েছে বেশ কিছু অ্য়াকশন দৃশ্যও। শুধু তাই নয়, নয়নতারা ও শাহরুখের বেশ কিছু প্রেমের দৃশ্য যা এডিটে বাদ পড়েছিল, তাও দেখা যাবে নেটফ্লিক্সে।

Advertisement

[আরও পড়ুন: ‘গুরু’ শাহরুখকে দেখতে মাঝরাতে মন্নতের বাইরে উন্মত্ত জনতা! সামলাতে লাঠিচার্জ পুলিশের]

প্রসঙ্গত, সব গুঞ্জনে ইতি টেনে দিন কয়েক আগেই বড়দিনে ‘ডাঙ্কি’ মুক্তির খবরে সিলমোহর বসিয়েছেন শাহরুখ খান। জনপ্রিয় ফিল্ম সমালোচক তরণ আদর্শ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২২ ডিসেম্বর মুক্তি পাবে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’। যে সময়ে মুক্তি পাচ্ছে প্রভাসের সালার ছবিটিও। অতঃপর আবার বক্স অফিসে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি বনাম বলিউডের লড়াই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

‘পাঠান’ ছবির আট মাস পর ‘জওয়ান’। শাহরুখ ঝড়ে বলিউডের বক্স অফিস বর্তমানে দারুণ চাঙ্গা। সঙ্গে শাহরুখভক্তরা তো কিং খানের নতুন অবতার দেখে হইচই ফেলে দিয়েছেন। এবার অপেক্ষা শাহরুখের ‘ডাঙ্কি’ ছবির। যেখানে ‘পাঠান’, ‘জওয়ানে’র লুক ছেড়ে ফের নতুন অবতারে ধরা দিলেন বাদশা। টিজারেই দেখা গেল বাদশার অন্যরকম লুক। যে অবতারে ৫৮ বছর বয়সকেও যেন তুড়ি মেরে ওড়ালেন কিং খান!

[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র টিজারে ৫৮-কে তুড়ি মেরে ওড়ালেন শাহরুখ, তেইশের ‘পিকচার অভি বাকি হ্যায়’!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ