Advertisement
Advertisement

Breaking News

Farhan Akhtar

রাস্তায় বেরিয়ে সাইকেল খারাপ ফারহান আখতারের, সাহায্যে এগিয়ে এলেন অটোচালক, আপ্লুত অভিনেতা

অটোচালকের প্রশংসায় পঞ্চমুখ ফারহান।

Farhan Akhtar rides in an auto wearing cycling gear | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 12, 2022 7:53 pm
  • Updated:September 12, 2022 7:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুঝুন কাণ্ড! সকাল সকাল বেরিয়ে ছিলেন সাইকেল চালাতে। এমনই কপাল যে মাঝ রাস্তায় হঠাৎই খারাপ হয়ে গেল সাইকেল। পাংচার হল সাইকেলের টায়ার। ব্যস, মাঝ রাস্তাতেই বিপাকে পড়লেন বলিউড অভিনেতা ফারহান আখতার (Farhan Akhtar)! তারপর…

গপ্পোটা একটু বিশদে বলা যাক। ফিটনেস নিয়ে কোনও আপোসে যান না ফারহান আখতার। যখনই সুযোগ পান এক্সারসাইজে মত্ত হয়ে যান। আর এ ব্যাপারে সাইকেল চালানো তাঁর প্রথম পছন্দের। এই কারণেই রবিবার সকাল সকাল মুম্বইয়ের রাস্তায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন ফারহান। অর্ধেক রাস্তায় যেতেই টায়ার পাংচার। ঠিক তখনই রক্ষাকর্তা হিসেবে ফারহান আখতারের সামনে এসে হাজির এক অটোওয়ালা। অটোর মধ্যে সাইকেল নিয়েই অটোর সিটে বসে পড়লেন ফারহান। অভিনেতার চোখে মুখে বিষন্নতার ছাপ। তবে ফারহানের মুড ঠিক করতে সাহায্য করলেন অটোওয়ালা। সেই ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করে পুরো ঘটনার উল্লেখ করেছেন ফারহান আখতার।

Advertisement

[আরও পড়ুন: অত্যাধিক যৌনতাই ইয়ং থাকার রহস্য! ‘কফি উইথ করণে’ এসে বোমা ফাটালেন অনিল কাপুর]

খবর অনুযায়ী, মে মাস কাজ শেষ হয়েছে এই সিরিজের। কিন্তু এখনও টাকা পাননি ছবির সঙ্গে যুক্ত টেকশিয়ানরা। সূত্রের খবর অনুযায়ী, কর্মীদের ২০-২৫ লক্ষ টাকা পারিশ্রমিক বকেয়া রেখেছে ফারহান আখতারের প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেনমেন্ট’। উপায় না দেখে ‘ফিল্ম স্টুডিওস সেটিং অ্যান্ড অ্যালাইড মজদুর ইউনিয়ন’-এর দ্বারস্থ হন কর্মীরা। ইউনিয়নের তরফ থেকে এক্সেল এন্টারটেনমেন্টকে টাকা না দেওয়ার অভিযোগে একটি চিঠি পাঠিয়েছে।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Farhan Akhtar (@faroutakhtar)

তবে এই অভিযোগ নিয়ে প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ‘এই ধরনের অভিযোগের কোনও ভিত্তি নেই। এক্সেল এন্টারটেনমেন্টের হাতে প্রচুর প্রোজেক্ট রয়েছে। কোনও প্রোজেক্টের সঙ্গে জড়িতে কলাকুশলীদের টাকা বকেয়া রাখা হয়নি। প্রায় ২২ বছর ধরে কাজ করছে এই সংস্থা। আজ পর্যন্ত এরকম ধরনের অভিযোগ ওঠেনি এই সংস্থার বিরুদ্ধে। এই ধরনের খবর কীভাবে ছড়িয়ে পড়ল, তা জানার চেষ্টা করা হচ্ছে।’

[আরও পড়ুন: ২০০ কোটি আর্থিক কেলেঙ্কারি মামলা: শুটিং থাকায় হাজিরা দিলেন না জ্যাকলিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ