সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোনের বিয়েতে গিয়ে হেনস্তার শিকার ‘বিগ বস ১৬’ -এর প্রতিযোগী গোরি নাগোরি (Gori Nagori)। রাজস্থানের জনপ্রিয় নৃত্যশিল্পী গোরিকে চুল ধরে টেনে মারধরের অভিযোগ উঠেছে তাঁর বড় বোনের স্বামী অর্থাৎ জামাইবাবুর বিরুদ্ধে। গোরির অভিযোগ শুধু তাঁকে নয়, মারধর করা হয়েছে গোরির বয়ফ্রেন্ডকেও।
[আরও পড়ুন: ‘এতটাও নিচে নামবেন না’! কুস্তিগিরদের বিকৃত ছবি নিয়ে IT সেলের ‘মিথ্যাচারে’ ক্ষুব্ধ উরফি]
তা ঠিক কী ঘটেছে?
View this post on Instagram
২৪ মে ছোট বোনের বিয়েতে আজমগড়ে গিয়েছিলেন গোরি। সঙ্গে ছিলেন তাঁর বয়ফ্রেন্ড সানিও। সেখানেই হঠাৎ বাকযুদ্ধ জামাইবাবু জাভেদ হুসেনের সঙ্গে বাকযুদ্ধ শুরু হয় গোরির। বাকবিতণ্ডার মাঝেই হঠাৎ করে গোরির চুল ধরে টেনে মারধর করা হয় বলে অভিযোগ এনেছেন নৃত্যশিল্পী। এমনকী, পুলিশের কাছেও গিয়েছিলেন তিনি। তবে পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করতে চায়নি স্থানীয় থানা। সোশ্য়াল মিডিয়ায় পুরো বিষয়টা প্রকাশ্যে এনেছেন গোরি নাগোরি।