১৫ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

বিয়ের আসরেই চুল ধরে টেনে মারধর! জামাইবাবুর হাতে হেনস্তার শিকার ‘বিগ বস’ প্রতিযোগী

Published by: Akash Misra |    Posted: May 29, 2023 7:10 pm|    Updated: May 29, 2023 7:12 pm

Gori Nagori on being physically assaulted by her brother-in-law | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোনের বিয়েতে গিয়ে হেনস্তার শিকার ‘বিগ বস ১৬’ -এর প্রতিযোগী গোরি নাগোরি (Gori Nagori)। রাজস্থানের জনপ্রিয় নৃত্যশিল্পী গোরিকে চুল ধরে টেনে মারধরের অভিযোগ উঠেছে তাঁর বড় বোনের স্বামী অর্থাৎ জামাইবাবুর বিরুদ্ধে। গোরির অভিযোগ শুধু তাঁকে নয়, মারধর করা হয়েছে গোরির বয়ফ্রেন্ডকেও।

[আরও পড়ুন: ‘এতটাও নিচে নামবেন না’! কুস্তিগিরদের বিকৃত ছবি নিয়ে IT সেলের ‘মিথ্যাচারে’ ক্ষুব্ধ উরফি]

তা ঠিক কী ঘটেছে?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Official_Gori_Nagori (@real_gorinagori)

২৪ মে ছোট বোনের বিয়েতে আজমগড়ে গিয়েছিলেন গোরি। সঙ্গে ছিলেন তাঁর বয়ফ্রেন্ড সানিও। সেখানেই হঠাৎ বাকযুদ্ধ জামাইবাবু জাভেদ হুসেনের সঙ্গে বাকযুদ্ধ শুরু হয় গোরির। বাকবিতণ্ডার মাঝেই হঠাৎ করে গোরির চুল ধরে টেনে মারধর করা হয় বলে অভিযোগ এনেছেন নৃত্যশিল্পী। এমনকী, পুলিশের কাছেও গিয়েছিলেন তিনি। তবে পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করতে চায়নি স্থানীয় থানা। সোশ্য়াল মিডিয়ায় পুরো বিষয়টা প্রকাশ্যে এনেছেন গোরি নাগোরি।

[আরও পড়ুন: নেতাজি-ক্ষুদিরামের অনুপ্রেরণা সাভারকর? রণদীপ হুডার ‘ভুল’ শোধরালেন স্বস্তিকা-জয়জিৎ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে