Advertisement
Advertisement

Breaking News

বিধায়ক রাজের ‘আবার প্রলয়’-এ তৃণমূলের একঝাঁক তারকামুখ! সিরিজ দেখলেন মুখ্যমন্ত্রী?

রয়েছেন জুন-সায়নী-কৌশানী-পার্থরা। 'দিদি' প্রসঙ্গে কী বলছেন পরিচালক রাজ চক্রবর্তী?

Have CM Mamata Banerjee watched Raj Chakraborty helmed Abar Proloy| Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 11, 2023 1:56 pm
  • Updated:August 11, 2023 1:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়া আর রাজনৈতিক ময়দান এখন মিলেমিশে একাকার। গ্ল্যামারজগতের ব্যক্তিত্বদের যেমন বর্তমানে রাজনীতির ময়দানে ভাগ্যপরীক্ষা করতে দেখা যাচ্ছে, তেমন নেতামন্ত্রীরাও ক্যামেরার সামনে কেতাদুরস্থ লুকে ধরা দিচ্ছেন। আগস্ট মাসের বক্সঅফিসে নেতামন্ত্রীদের জোর টক্কর! রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’ সিরিজেই দেখা গিয়েছেন একঝাঁক ব্যক্তিত্বকে, যাঁরা বতর্মানে রাজনৈতিক মঞ্চও কাঁপাচ্ছেন।

বারাকপুরের বিধায়ক তথা টলিপাড়ার হিট কমার্শিয়াল সিনেমেকার রাজ চক্রবর্তীর পয়লা সিরিজেই তৃণমূলের একাধিক মুখ দেখা গিয়েছে। যুবনেত্রী সায়নী ঘোষ, রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক দুজনকেই বিশেষ ভূমিকায় দেখা গিয়েছে। ট্রেলারে ‘মোহিনী মা’য়ের চরিত্রে শোরগোল ফেলে দিয়েছেন কৌশানী মুখোপাধ্যায়। যিনি একুশের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে নির্বাচনে লড়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ‘ব্যোমকেশ দুর্গরহস্য’ হিট করাতে মা ভবতারিণীর পুজো, রিলিজের দিন সাতসকালে দক্ষিণেশ্বরে দেব]

অন্যদিকে পুলিশ আধিকারিকের চরিত্রে নৈহাটির বিধায়ক তথা সেচমন্ত্রী পার্থর অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ খোদ ‘অনিমেষ দত্ত’ ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়। সেই অনিমেষের স্ত্রীয়ে চরিত্রে আবার দেখা গিয়েছে জুন মালিয়াকে। যিনি আবার একুশের বিধানসভা ভোটে তৃণমূলে যোগ দিয়েই মেদিনীপুর থেকে লড়ে এখন বিধায়ক। যে সিরিজ নিয়ে এত শোরোগোল, এত কথা, সেই ‘আবার প্রলয়’ কি দেখলেন তৃণমূল সুপ্রিমো?

Advertisement

তারকা বিধায়ক রাজের মন্তব্য, “উনি সব খবর রাখেন। নিশ্চয় ‘আবার প্রলয়’ও দেখে নেবেন। আলাদা করে বলতে হবে না দিদিকে। আমিও অবশ্যই বলব দেখার জন্য।” প্রসঙ্গত, ‘আবার প্রলয়’ প্রযোজনা করেছেন রাজ-ঘরণি তথা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

[আরও পড়ুন: ‘গরিবের টাকা লুটে মসজিদে প্রার্থনা?’ ফের কটাক্ষের মুখে নুসরত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ