BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘অশ্লীল ছেলে’, নেটফ্লিক্সের শোয়ে সঞ্চালক বেয়ার গ্রিলসকে দেদার চুমু! সমালোচিত রণবীর

Published by: Suparna Majumder |    Posted: July 12, 2022 9:42 pm|    Updated: July 12, 2022 9:43 pm

Here is how netizens reacted as Ranveer Singh gave wild kisses to Bear Grylls | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটিশ অভিযাত্রী তথা জনপ্রিয় সঞ্চালক বেয়ার গ্রিলসের (Bear Grylls) শোয়ে গিয়ে একের পর এক কাণ্ড ঘটিয়েছেন রণবীর সিং (Ranveer Singh)। কখনও শূকরের অণ্ডকোষ খেয়েছেন, কখনও আবার Sphagnum moss (শৈবাল প্রজাতি) খেয়ে তেষ্টা মিটিয়েছেন। এর মধ্যেই আবার আবেগের বশে বেয়ার গ্রিলসকে চুমুতে ভরিয়ে দিয়েছেন তারকা। তার জেরেই প্রবল সমালোচিত বলিউডের ‘বাজিরাও’। 

Ranveer-1

নন-ফিকশন সিরিজের আকারে রণবীর ও গ্রিলসের অভিযান দেখা যাচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix)। শোয়ের নাম দেওয়া হয়েছে ‘রণবীর ভার্সাস ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’ (Ranveer vs Wild with Bear Grylls)। সাইবেরিয়ার জঙ্গলে হয়েছে সিরিজের শুটিং। যেখানে রণবীর যান দীপিকার জন্য দুষ্প্রাপ্য রামোন্ডা সার্বিকা (Ramonda Serbica) ফুল আনতে। 

[আরও পড়ুন: ফিরছে ‘শ্রীময়ী’ ও ‘জুন আন্টি’, এবার ওয়েব সিরিজে দেখা যাবে ইন্দ্রাণী-ঊষসীকে]

গত ৮ জুলাই থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ‘রণবীর ভার্সাস ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’। শোয়ের একটি জায়গায় দেখা যায়, ভাল্লুকের তাড়া খেয়ে পালাচ্ছিলেন রণবীর। ঠিক সেই সময় হেলিকপ্টার নিয়ে সেখানে উপস্থিত হন বেয়ার গ্রিলস। রণবীরকে বাঁচিয়ে হেলিকপ্টারে তুলে নেন সঞ্চালক। হেলিকপ্টারে উঠেই আবেগের জোয়ারে ভেসে যান বলিউড তারকা। সামনে সঞ্চালকে পেয়ে চুম্বনে ভরিয়ে দেন। সেই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 

এটিই শোয়ের সবচেয়ে সাংঘাতিক মুহূর্ত। এমন কথা লিখে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওর প্রতিক্রিয়া দিতে গিয়ে একজন লেখেন, “দীপিকা গেহরাইয়াঁ ছবিতে অভিনয় করেছিলেন, তারই প্রতিশোধ নেওয়া হল।” “অশ্লীল এই ছেলেটি”, এমন মন্তব্যও করা হয়েছে। এই হেনস্তার পর কি বেয়ার গ্রিলস নিজেকে সামলাতে পেরেছিলেন, এমন প্রশ্নও করেছেন এক নেটিজেন। অনেকে আবার এই ঘটনাকে মজার ছলে নিয়েছেন। ভিডিওর প্রতিক্রিয়া দিতে গিয়ে অনেকে হাসিতে লুটিয়ে পড়ার ইমোজিও ব্যবহার করেছেন।

Ranveer-kiss Reaction

 

[আরও পড়ুন: উরফি জাভেদের নয়া কাণ্ড, এবার পরলেন ব্লেড দিয়ে তৈরি পোশাক]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে