BREAKING NEWS

১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

নরওয়েতে নজির ‘মিসেস চ্যাটার্জি’র, ‘পাঠান’ শাহরুখকেও পিছনে ফেললেন রানি

Published by: Suparna Majumder |    Posted: March 21, 2023 5:49 pm|    Updated: March 24, 2023 5:27 pm

Here is how Rani Mukerji beats Shah Rukh Khan’s Pathaan | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের ৪৫ বছরে পা রাখলেন রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। বিশেষ এই দিনেই পাওয়া গেল বিশেষ খবর। নরওয়েতে নজির গড়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। প্রথম উইকএন্ডের ব্যবসাতেই পিছনে ফেলেছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাকে।

Mrs

সন্তান প্রতিপালনে গাফিলতির অভিযোগ ওঠে প্রবাসী বাঙালি দম্পতি অনুরূপ ভট্টাচার্য ও সাগরিকা ভট্টাচার্যের (বর্তমানে সাগরিকা চক্রবর্তী) বিরুদ্ধে। তাঁদের দুই সন্তানকে ফস্টার কেয়ারে রেখেছিল নরওয়ে সরকার। দীর্ঘ লড়াইয়ের পর সন্তানদের কাছে পান সাগরিকা। তাঁর সেই কাহিনিই ‘মিসেস চ‌্যাটার্জি ভার্সাস নরওয়ে’ সিনেমায় তুলে ধরেছেন পরিচালক অসীমা ছিব্বার। আর সাগরিকার অনুপ্রেরণায় তৈরি দেবিকার ভূমিকায় অভিনয় করেছেন রানি।

[আরও পড়ুন: বিমানবন্দরে ঢুকতে গিয়ে বাধা পেলেন করণ জোহর! ঠিক কী ঘটল পরিচালকের সঙ্গে?]

কিছুদিন আগে রানির এই ছবি নিয়ে আপত্তি তুলেছিলেন হ্যান্স জেকব ফ্রাইডেনলুন্ড। তাঁর বক্তব্য, ছবিতে পারিবারিক জীবন নিয়ে নরওয়ের প্রচলিত ধ্যান-ধারণাকে ভুলভাবে দেখানো হয়েছে। যার পালটা জবাব দিয়েছিলেন সাগরিকা ও ‘মিসেস চ্যাটার্জি’র প্রযোজক নিখিল আডবাণী। এদিকে নরওয়ের সাধারণ মানুষেরও বেশ পছন্দ হচ্ছে ছবিটি।

Sagarika Chakraborty sharply reacted to Norway Ambassador tweet on Mrs Chatterjee Vs Norway | Sangbad Pratidin

মুক্তির উইকএন্ডে নরওয়েতে ষাট লক্ষ টাকার কাছাকাছি (৭৪৫ নরওয়ে ক্রোন) ব্যবসা করেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। আর তাতেই পিছনে ফেলেছে শাহরুখ খানের ‘পাঠান’, ‘রইস’-এর মতো সিনেমাকে। সলমন খানের ‘সুলতান’ সিনেমার আয়ও ছাপিয়ে গিয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Emmay Entertainment (@emmayentertainment)

[আরও পড়ুন: বাঙালি দর্শকদের জন্য নতুন চমক, এক ডজন সিনেমা-সিরিজ নিয়ে আসছে ‘ফিল্ম সিন্ডিকেট’ ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে