BREAKING NEWS

১৮ চৈত্র  ১৪২৯  রবিবার ২ এপ্রিল ২০২৩ 

READ IN APP

Advertisement

প্রথমবার বড়পর্দায় হরভজন সিং, দর্শকদের কেমন লাগল ভাজ্জির অভিনয়?

Published by: Suparna Majumder |    Posted: September 17, 2021 8:19 pm|    Updated: September 17, 2021 8:19 pm

Here is how viewers reacted on Harbhajan Singh's debut movie Friendship | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিয়্যাল হোক বা রিল। ক্রিকেট আর গ্ল্যামার দুনিয়ার সম্পর্ক নতুন বহুদিনের। বাইশ গজের তারকাদের বিজ্ঞাপনে তো দেখা যায়ই, পাশাপাশি সিনেমা জগতেও অনেকে ভাগ্য পরীক্ষা করেছেন। সাধারণত বলিউডের দিকেই ক্রিকেটারদের ঝোঁক বেশি থাকে। সেই পথে অবশ্য হরভজন সিং (Harbhajan Singh) হাঁটেননি। তামিল সিনেমা ‘ফ্রেন্ডশিপ’-এর (Friendship Movie) মাধ্যমে বড়পর্দার দুনিয়ায় ডেবিউ করেছেন তিনি।

ছবিতে কলেজ পড়ুয়ার চরিত্রে অভিনয় করেছেন হরভজন। তাঁর সঙ্গেই এ সিনেমায় ডেবিউ করেছেন শ্রীলঙ্কার টেলিভিশন তারকা লোসলিয়া। প্রথমে হালকা চালে কলেজের দুষ্টু-মিষ্টি কাহিনি এগোতে থাকে। পরে প্রভাবশালী রাজনীতিবিদের প্রবেশে গল্পের মোড় ঘুরে যায়।

Here is how viewers reacted on Harbhajan Singh's debut movie Friendship

[আরও পড়ুন: Pavitra Rishta 2 Review: সুশান্তের স্মৃতি মাখানো সিরিয়ালটিকে ওয়েব সিরিজের রূপ দেওয়ার কি খুব প্রয়োজন ছিল?]

টুইটারে ভাল প্রতিক্রিয়া পেয়েছে হরভজনের প্রথম সিনেমা। অভিনেতা হিসেবেও কামাল করে দিয়েছেন ভারতীয় টিমের ‘টারবুনেটর’। এমনটাই জানিয়েছেন অনেকে।  গলে কোনও ‘লাভ অ্যাঙ্গেল’ নেই, সেকথাও ভারচুয়াল জগতে জানিয়ে দিয়েছেন দর্শকরা। 

পাঞ্জাবি ক্রিকেট তারকা আচমকা তামিল সিনেমায় ডেবিউ করলেন কেন। শোনা গিয়েছে, চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) খেলার সময় দক্ষিণী ভাষার প্রেমে পড়ে গিয়েছিলেন হরভজন। সেই কারণেই ‘ফ্রেন্ডশিপ’ সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন তিনি। আর সিনেমার এই প্রথম ইনিংসেই দর্শকের দরবারে সমাদৃত হয়েছেন।  

[আরও পড়ুন: Sohorer Upokotha Review: বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ নাটক কি ‘শহরের উপকথা’ ছবিতে ফুটিয়ে তোলা গেল?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে