সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দানে আসা নতুন ঘটনা নয়। বিশেষ করে টলিপাড়ার ক্ষেত্রে। একদিকে যেমন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে অভিনয়ের পাশাপাশি সাংসদ হওয়ার দায়িত্ব পালন করছেন দেব (Dev, নুসরত জাহান (Nusrat Jahan), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), অন্যদিকে বিজেপিতে যোগ দিয়ে পুরদস্তুর রাজনীতির ময়দানে রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly), লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), কাঞ্চনা মৈত্ররা (Kanchana Moitra)। এই তালিকায় এবার অভিনেতা জিতের (Jeet) নাম যুক্ত হতে চলেছে? সোমবার ৪২তম জন্মদিনে সেই প্রশ্নের উত্তর দিলেন বাংলার তারকা।
নিজের জন্মদিনে ইনস্টাগ্রামে (Instagram) লাইভ চ্যাট সেশন করেছিলেন জিৎ। অনেকেই প্রিয় তারকাকে শুভেচ্ছা জানান। তাঁদের মধ্যেই এক অনুরাগী জানতে চান, রাজনীতিতে কি যোগ দিচ্ছেন অভিনেতা? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই জিৎ বলেন, “আমি জানি না। রাজনীতি সম্পর্কে আমার তেমন কোনও জ্ঞান নেই। তবে আমি ভাগ্যে বিশ্বাস করি। যদি ভাগ্যে তেমন কিছু থাকে তাহলে আলাদা বিষয়। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও পরিকল্পনা নেই।”
View this post on Instagram
[আরও পড়ুন: টেলিভিশনের পর্দায় নতুন লুকে ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী, সঙ্গে সুপারস্টার দেবও!]
লাইভ আড্ডায় অনুরাগীদের আরও প্রশ্নের উত্তর দেন জিৎ। নিজের প্রথম বাংলা সিনেমা ‘সাথী’র (Sathi) অডিশনের স্মৃতি-কথা শোনান। জানান পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা। পাশাপাশি নিজের আসন্ন ছবি ‘বাজি’ (Bazi) নিয়েও কথা বলেন। ছবিতে জিতের বিপরীতে রয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। সোমবার ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেন জিৎ। তবে রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা ভাগ্যের উপরই ছেড়ে দিলেন টলিউডের সুপারস্টার।
View this post on Instagram