Advertisement
Advertisement

Breaking News

20th December KIFF

মঙ্গলবার চলচ্চিত্র উৎসবে থাকছে বিতর্কিত পাক ছবি ‘জয়ল্যান্ড’, আর কী কী দেখবেন?

‘সমরেশ বসুর প্রজাপতি’ দেখার সুযোগও থাকছে।

Here is what you can see this Tuesday at 28th Kolkata International Film Festival | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 19, 2022 9:21 pm
  • Updated:December 19, 2022 9:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু করতে পারেন পিয়ের পাওলো পাসোলিনির ‘আক্কাত্তোনে’ সিনেমার মাধ্যমে। এটিই কিংবদন্তি ইটালিয়ান পরিচালকের প্রথম সিনেমা (পরিচালক হিসেবে)। ১৯৬১ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। সেই সময়ের ইটালির সমাজব্যবস্থার আভাসও মিলবে পাসোলিনির এই ছবিতে। যা নন্দন ১ প্রেক্ষাগৃহে দেখা যাবে সকাল ন’টায়।

Accattone

Advertisement

বেলা সাড়ে এগারোটায় এই প্রেক্ষাগৃহেই দেখতে পাবেন রাশিয়ান ক্রাইম ড্রামা ‘ইন লিম্বো’। তরুণ যুগলের ঠাট্টার ছলে অপরাধের সঙ্গে জড়িয়ে যাওয়ার কাহিনি দেখানো হয়েছে অ্যালেকজান্ডার হ্যান্টের ছবিতে। এদিনই বিকেল সাড়ে চারটেয় নন্দন ১ প্রেক্ষাগৃহে দেখান হবে বিতর্কিত পাকিস্তানি ছবি ‘জয়ল্যান্ড’। অস্কারের মতো পুরস্কারের জন্য মনোনীত হয়েও পাক মুলুকে নিষিদ্ধ সাইম সাদিক পরিচালিত এই ছবিটি। কারণ, গল্পে পুরুষতান্ত্রিক পরিবারের এক ছেলের সঙ্গে বৃহন্নলার প্রেম দেখানো হয়েছে। উল্লেখ্য, ‘জয়ল্যান্ড’ ছবিটির কার্যনির্বাহী প্রযোজক নোবেলজয়ী শিক্ষাবিদ মালালা ইউসুফজাই (Malala Yousafzai)।

Advertisement

JoyLand 1
[আরও পড়ুন: ‘দেশটা কাতার বলেই কি ঢাকা পোশাক?’, বিশ্বকাপের উদ্বোধনে গিয়ে কটাক্ষের শিকার দীপিকা]

মঙ্গলবার নন্দন ২ প্রেক্ষাগৃহে বিকেল চারটেয় দেখা যাবে তাজাকিস্তানের ছবি ‘ফরচুন’। মুহাদ্দিন মুজাফ্ফর পরিচালিত এই ছবিতে দুই বন্ধুর কাহিনি দেখানো হয়েছে। যার মধ্যে এক বন্ধু পেয়ে যায় লটারি। তারপর পালটে যায় সম্পর্কের সমীকরণ। ‘জিন্দেগি বড়ি হোনি চাহিয়ে লম্বি নেহি…’— এমন সংলাপ বড়পর্দায় দেখতে চাইলে সন্ধে সাড়ে ছ’টায় চলে যেতে পারেন শিশির মঞ্চে। সেখানেই দেখানো হবে ‘আনন্দ’। হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে অভিনয় করেন অমিতাভ বচ্চন, রাজেশ খান্না।

Anand

গত শনিবার যাঁরা নন্দন ১ প্রেক্ষাগৃহে ‘সমরেশ বসুর প্রজাপতি’ দেখার সুযোগ পাননি তাঁরা সিনেমাটি মঙ্গলবার নজরুল তীর্থে বিকেল চারটেয় দেখে নিতে পারেন। সমরেশ বসুর বিখ্যাত উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি করেছেন সুব্রত সেন। অভিনয় করেছেন সুব্রত দত্ত, মুমতাজ সরকার, ঋতব্রত মুখোপাধ্যায়।

[আরও পড়ুন: গাজর খেলেও কি বিতর্ক হবে? ‘বেশরম’ গান বিতর্কে সমালোচকদের কটাক্ষ ঋত্বিকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ