সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই আমাজন প্রাইম ভিডিও’য় (Amazon Prime Video) মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ (Tandav)। ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হয়ে গেল বিতর্ক। সিরিজ বয়কটের ডাক দিয়েছেন নেটদুনিয়ার একাংশ। হিন্দু ধর্ম এবং ভগবান শিবের অপমানের অভিযোগ উঠেছে সিরিজের বিরুদ্ধে।
রাজনৈতিক ক্ষমতার কাহিনি নিয়ে তৈরি পরিচালক আলি আব্বাস জাফরের (Ali Abbas Zafar)। সিরিজে সমর প্রতাপ সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান (Saif Ali Khan)। অনুরাধা কিশোরের ভূমিকায় রয়েছেন ডিম্পল কাপাডিয়া (Dimpla Kapadia)। আর শিবা শেখরের চরিত্রে অভিনয় করেছেন মহম্মদ জিশান আয়ুব (Mohd. Zeeshan Ayyub)। আয়ুবের অভিনয় করা একটি দৃশ্য নিয়েই তোলপাড় ভারচুয়াল জগৎ।
[আরও পড়ুন: খোলামেলা পোশাকে সাহসী ছবি পোস্ট, নেটদুনিয়ায় অশ্লীল কটাক্ষের শিকার নুসরত]
কলেজ ক্যাম্পাসের একটি নাটকের দৃশ্যে আয়ুবকে শিবের চরিত্রে দেখা যায়। যেখানে নারদের চরিত্রকে বলতে শোনা যায় যে, রামের ফলোয়ার্স বেড়ে যাচ্ছে এ নিয়ে শিবের কিছু করা উচিত। ব্যঙ্গাত্মক এই নাটকে শিব হিসেবে অকথ্য ভাষার উচ্চারণ করেন আয়ুব। ‘আজাদি’ নিয়েও বিদ্রুপ করা হয়। এতেই ক্ষিপ্ত নেটদুনিয়া। টুইটারে ট্রেন্ডিং ‘ব্যান তাণ্ডব নাও’ (Ban Tandav Now) হ্যাশট্যাগ।
Full of Hatred against Hindus and Insulting God Shiva and Shree Ram. pic.twitter.com/rl8Z0K3T8d
— प्रिया राठौड़ (@lokarlorajniti) January 16, 2021
#BanTandavNow
Can Bollywood make next movie 🎦 on Paris BeheadingLiterally No pic.twitter.com/LtVAyjttq1
— फ्रांस वाले भगवाधारी (@Pappsa11) January 16, 2021
Disrespectful to Hindus.
Hurting sentiments of Hindus.
Promoting Communal Divide & Anti Dalit.This is what their Freedom of Expression stands for.
Shame !!#BanTandavNow pic.twitter.com/cC2svqzTYG
— Kashmiri Pandit कश्मीरी पण्डित (@KashmiriPandit7) January 16, 2021
সইফ, ডিম্পল এবং আয়ুব ছাড়াও সিরিজে রয়েছেন একঝাঁক তারকা। মোট ৯টি এপিসোডে দেখা গিয়েছে তিঘমাংশু ধুলিয়া, কুমুদ মিশ্র, সুনীল গ্রোভার, কৃতিকা কামরা, সারা জেন ডিয়াস, ভাবনা চৌধুরী, অনুপ সোনি, সন্ধ্যা মৃদুল, দিনো মোরিয়া। সিরিজের বেশ কিছু অংশের শুটিং সইফের পতৌদি প্যালেসে করা হয়েছে।