Advertisement
Advertisement
Jr NTR

‘অভিনয় ছেড়ে দেব’, অস্কার সেরে দেশে ফিরেই কেন এ মন্তব্য জুনিয়র এনটিআরের?

এক সিনেমার প্রচারে গিয়ে কথাগুলি বলেন 'RRR' সিনেমার তারকা।

Here is why Jr NTR says he’ll stop doing films | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 20, 2023 4:40 pm
  • Updated:March 20, 2023 4:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য অস্কার (Oscars 2023) সেরেছেন। এর মধ্যেই জুনিয়র এনটিআরের মুখে অভিনয় ছাড়ার কথা শোনা গেল। দক্ষিণী অভিনেতা-পরিচালক বিশওয়াক সেনের ‘কা ধামকি’ ছবির প্রচার অনুষ্ঠানে গিয়েছিলেন ‘RRR’ ছবির তারকা। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

Jr-NTR-1

Advertisement

হায়দরাবাদে ছিল এই প্রচার অনুষ্ঠান। জুনিয়র এনটিআর যেতেই তুমুল শোরগোল করতে থাকেন অনুরাগীরা। অভিনেতাকে আবার কখন বড়পর্দায় দেখা যাবে? এই প্রশ্ন করতে থাকেন অনেকে। এর উত্তরেই অভিনেতা বলেন, “আমি কোনও সিনেমাই এখন করছি না। যদি এভাবে বারবার প্রশ্ন করতে থাকেন তাহলে অভিনয় করাই ছেড়ে দেব।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jr NTR😎 (@jrntr_abhimani9999)

[আরও পড়ুন: আমেরিকার টাইমস স্ক্যোয়ারে বাংলার ‘দোস্তজী’, আবেগের স্রোতে ভাসলেন পরিচালক প্রসূন]

প্রিয় তারকার মুখে এমন কথা শুনেই আতঙ্কিত হয়ে পড়েন অনুরাগীরা। তবে কথাগুলি নিছকই মজার ছলে বলেছেন অস্কারজয়ী সিনেমার অভিনেতা। পরে তিনি অনুরাগীদের আশ্বস্ত করে জানান, অভিনয় ছাড়ার কথা তিনি কখনও কল্পনাও করতে পারেন না।

Rajamouli, Ram Charan, Jr NTR reportedly paid over ₹20 lakh per person to attend Oscars 2022

কালো স্যুট পরে অস্কারে গিয়েছিলেন জুনিয়র এনটিআর। তাতে সোনালি রং দিয়ে বাঘের ছবি আঁকা ছিল। রেড কার্পেটে অস্কারজয়ী হলিউড অভিনেতা ব্রেন্ডন ফ্রেজারের সঙ্গেও ক্যামেরার সামনে পোজ দেন দক্ষিণী সুপারস্টার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jr NTR (@jrntr)

[আরও পড়ুন: স্বরা ভাস্করের রিসেপশনে যেতে না পারায় চিঠি মমতার, কী লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী? ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement