Advertisement
Advertisement
Imran Khan

রেখার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ইমরানের! আজও রহস্যে মোড়া সেই সম্পর্ক

কেন শেষ পর্যন্ত পরিণতি পায়নি সেই সম্পর্ক?

It is said that Imran Khan almost got married to Bollywood diva Rekha। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 10, 2022 2:58 pm
  • Updated:April 10, 2022 2:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তাল পাকিস্তানের রাজনৈতিক মহল। যার কেন্দ্রবিন্দুতে ইমরান খান (Imran Khan)। গত কয়েকদিন ধরে চলতে থাকা নাটক শেষে নিজের পদ খুইয়েছেন পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী। তাঁর জীবনের এহেন নাটকীয় পট পরিবর্তনের সময়ে নতুন করে ফিরে আসছে ইমরানের অতীত। একদা পাকিস্তানের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতা ইমরানের সঙ্গে গ্ল্যামারের যোগ ছিল অবিচ্ছিন্ন। সেই সব গল্পগাছা আজও কান পাতলেই শোনা যায় টিনসেল টাউনে। মুম্বইয়ের (তখনকার বম্বে) ফিল্মি দুনিয়ার সঙ্গে ইমরানের ছিল দারুণ সম্পর্ক। সুদর্শন ইমরানের আবেদনে নাকি ‘ক্লিন বোল্ড’ হয়েছিলেন জিনাত আমন, শাবানা আজমির মতো তারকা। কিন্তু বলিউডে ইমরানকে ঘিরে সবচেয়ে বড় গুঞ্জন ছিল রেখাকে (Rekha) ঘিরে। শোনা গিয়েছিল রেখাকে নাকি প্রায় বিয়েই করে ফেলেছিলেন তৎকালীন পাক অধিনায়ক।

ঠিক কী হয়েছিল? আসলে সেই সময় ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায়ই দ্বিপাক্ষিক সিরিজ খেলা হত। ফলে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে ছিল দারুণ ঘনিষ্ঠতা। পাশাপাশি তাঁরা একে অপরের দেশেও ছিলেন দারুণ জনপ্রিয়। এভাবেই সেই সময়ের বম্বের রুপোলি জগতের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে ওঠে ইমরানের। বাকিদের মতোই পরিচয় হয় রেখার সঙ্গে। রেখাও তখন গ্ল্য়ামার সম্রাজ্ঞী। সেই সময়কার এক সংবাদপত্রে একবার ছাপা হয়েছিল এক প্রতিবেদন। সেখানে পরিষ্কার দাবি করা হয়েছিল, রেখা ও ইমরানের সম্পর্ক নাকি এমন পর্যায়ে পৌঁছেছিল, যে তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন গাঁটছড়া বাঁধবেন।

Advertisement

[আরও পড়ুন: ‘মরলেও কাউকে জানাবি না, সবাই লুটেপুটে খাবে’, মায়ের পরামর্শ মেনেই ৬ মাস ধরে দেহ আগলে মেয়ে]

সেই প্রতিবেদনের দাবি ছিল, বম্বের সৈকতে নাকি ঘনিষ্ঠ অবস্থায় ঘুরতে দেখা গিয়েছে দু’জনকে। এছাড়াও নাইট ক্লাব কিংবা প্রেম শিভার গোদরেজের বাড়ি, নানা জায়গাতেই সময় কাটাতে দেখা গিয়েছে রেখা ও ইমরানকে। প্রায় গোটা এক মাস সেই সময় নাকি বম্বেতেই ছিলেন ইমরান! মেয়ের সঙ্গে ইমরানের সম্পর্কে দারুণ উত্তেজিত ছিলেন রেখার মা’ও। তাঁর মত ছিল, মেয়ের পাত্র হিসেবে ইমরানের চেয়ে ভাল আর কে হতে পারে! তাঁকে নিজেদের পরিবারের একজন করে নিতে যে তাঁর কোনও আপত্তিই নেই তা পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন তিনি।

কিন্তু তবুও… শেষ পর্যন্ত যে তেমন কিছু ঘটেনি তা সকলেরই জানা। অথচ প্রত্যক্ষদর্শীদের মত ছিল, তাঁরা নাকি একে অপরকে চোখে হারাতেন সেই সময়। তাহলে কেন আর এগলো না সম্পর্কটা? রেখা এই নিয়ে কখনও কিছু বলেছিলেন কিনা জানা যায় না। তবে ইমরান ইঙ্গিতে যা বলার বলে দিয়েছিলেন। ওই প্রতিবেদনেই রয়েছে ইমরানের সেই বিবৃতি। তৎকালীন ‘গ্ল্যামার বয়’ পরিষ্কার জানিয়েছিলেন, ”অভিনেত্রীদের সঙ্গ অল্প সময়ের জন্য়ই ভাল লাগে। আমি তাঁদের সঙ্গে অল্প সময় কাটিয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতেই পছন্দ করি। আমি কখনও ভাবতেও পারি না কোনও সিনেমার নায়িকাকে বিয়ে করব।”

এই কথা থেকেই পরিষ্কার, সম্পর্কে যতই উষ্ণতা থাক, শেষ পর্যন্ত তা পরিণতি পাওয়ার কথাই ছিল না। বরং সামান্য সময়ের সেই ঘনিষ্ঠতাকে সারা জীবনের সঞ্চয় করে নিজের নিজের জীবনের পথে এগিয়ে গিয়েছিলেন গ্ল্য়ামার জগতের দুই নক্ষত্র। তবে সম্পর্ক শেষ হয়ে গেলেও সেই রোম্যান্সের কুয়াশা আজও অব্যাহত। ইমরানের গদিহারা হওয়ার দিনে সেই গল্পই ফিরে ফিরে আসছে আবার।

[আরও পড়ুন: ম্যাচ শেষে মেজাজ হারিয়ে ভক্তের ফোনই ভেঙে দিলেন রোনাল্ডো! ভিডিও ভাইরাল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement