Advertisement
Advertisement

Breaking News

জন আব্রাহাম

জখম জন আব্রাহাম, বিশ্রাম নেওয়ার পরামর্শ চিকিৎসকের

শুটিংয়ের সময়ই আক্রান্ত হন তিনি৷

John Abraham get injured while shooting for Pagalpanti
Published by: Sandipta Bhanja
  • Posted:May 24, 2019 9:31 pm
  • Updated:May 24, 2019 9:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মুম্বইতে শুটিং করতে গিয়ে আহত হলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। আনিস বাজমির কমেডি ছবি ‘পাগলপান্তি’র শুটিং চলছিল। ছবির একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই জখম হয়েছেন তিনি। শুক্রবার মুম্বইতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে সূত্রের খবরে।

[আরও পড়ুন:  ‘মেয়েকে ধর্ষণের হুমকি দিচ্ছে আপনার ভক্ত’, মোদিকে শুভেচ্ছাবার্তায় জানালেন অনুরাগ]

Advertisement

মুম্বইয়ের মেহবুব স্টুডিওতে চলছিল ‘পাগলপান্তি’র শুটিং। ছবির সিংহভাগ শুটিং প্রায় শেষ। তাই শেষ অংশের শুটিং চলছিল। ট্রাকে চড়ে মারামারির দৃশ্যে শুটিং করছিলেন জন, হঠাৎই হাতের মাংসপেশিতে চোট পান। আগামী কয়েক সপ্তাহ তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। হাতের চোট নিয়ে শুটিং করা প্রায় অসম্ভব বলেই জানা গিয়েছে৷ প্রায় ২০ দিন শুটিং থেকে বিরতি নিতে হয়েছে জনকে। ‘পাগলপান্তি’ ছবির প্রযোজক কুমার মঙ্গত ইতিমধ্যেই নিশ্চিত করেছেন জনের আহত হওয়ার খবর। ওই দিন শুটিংয়ে ওই একই দৃশ্যে অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, পুলকিত সম্রাট, ইলিনা ডিক্রুজ, কৃতী খারবান্দাও ছিলেন বলে জানা গিয়েছে।’’

Advertisement

[আরও পড়ুন: নেত্রীর ভরসা রাখলেন মিমি-নুসরত, বিপুল ভোটে জয়ী তৃণমূলের নতুন তারকা প্রার্থীরা]

কুমার মঙ্গত আরও বলেন, ‘‘খুব সাধারণ একটা দৃশ্যের শুটিং চলছিল। কিন্তু বোঝাপড়ায় গন্ডগোল হয়৷ কিন্তু অভিনেতা-পরিচালকের বোঝাপড়ার অভাবে দুর্ঘটনা ঘটে গিয়েছে। বিদেশে ৯০ শতাংশ শুটিং হয়ে গিয়েছে আমাদের। বাকি অংশের কাজ চলছিল মুম্বইয়ে। খুব শিগগিরিই আবার নতুন করে শুটিংয়ের দিনক্ষণ ঘোষণা করব আমরা। চেষ্টা করব কত তাড়াতাড়ি শেষ করা যায়। আগামী জুনের মধ্যে কাজ শেষ করতে পারব বলে আশা করছি।’’ সব ঠিক থাকলে চলতি বছরের ২২ নভেম্বরেই মুক্তি পাওয়ার কথা ‘পাগলপান্তি’র। অন্যদিকে, জন অভিনীত ‘সত্যমেব জয়তে’-র সিক্যুয়েলের কথা শোনা যাচ্ছে। জনের বিপরীতে দিব্যা খোসলা কুমার অভিনয় করতে পারেন। দিব্যা অবশ্য বিয়ের পর দুটো ছবি পরিচালনা করেছেন স্বামী ভূষণ কুমারের প্রযোজনায়। অক্ষয়ের বিপরীতে ডেবিউ করার পর খুব একটা বড় পর্দায় মুখ দেখা যায়নি এই অভিনেত্রী তথা পরিচালকের। এবার শোনা যাচ্ছে, জন আব্রাহামের বিপরীতে ‘সত্যমেব জয়তে ২’ দিয়েই ফের অভিনয়ে ফিরছেন দিব্যা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ