Advertisement
Advertisement

‘শ্রমিকই পারেন আনতে বন্দি দশার শেষ’, উত্তরকাশীর সাফল্যে উৎফুল্ল সুমন গাইলেন গান

উত্তরকাশীর কথা বলতে গিয়ে চাসনালা খনি বিপর্যয়ের কথাও স্মরণ করেন গানওয়ালা।

Kabir Suman happy for Uttarkashi Rescue, sung a song | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 29, 2023 11:36 am
  • Updated:November 29, 2023 5:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুরুক্ষেত্রর যুদ্ধ হয়েছিল ১৮ দিন। আর উত্তরকাশীর যুদ্ধ ১৭ দিন। মহাকাব্যে পাণ্ডবদের জয় হয়েছিল। আর বাস্তবের মাটিতে জয়ী শ্রমিকরা। সংকীর্ণ সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককেই উদ্ধার করা হল। এই খবর পেয়ে আনন্দে আত্মহারা কবীর সুমন (Kabir Suman)। ফেসবুক লাইভে গাইলেন গান।

Suman

Advertisement

সকাল বেলা উঠেই শ্রমিকদের উদ্ধারের খবর জানতে পারেন সুমন। শিল্পী বলেন, “আজকের দিনটা খুব আনন্দের। সুযোগ থাকলে কিছু একটা করতাম। লোকের অসুবিধা না ঘটিয়ে। প্রভাত ফেরি করা যেত। এখন আর কেউ করে না।” প্রভাত ফেরি না করতে পারলেও বাড়িতে বসেই ফেসবুক লাইভে সুমন গেয়ে উঠলেন, “শ্রমিকই পারেন আনতে বন্দি দশার শেষ / গাঁইতি, শাবল, হাঁতুড়ির গান, আমার গানের দেশ…”

Advertisement

[আরও পড়ুন: নেপথ্যের নায়করা নেপথ্যেই! যাঁদের ধৈর্য আর বুদ্ধির জোরে সফল উত্তরকাশী অভিযান]

এদিন ফেসবুক লাইভে উত্তরকাশীর কথা বলতে গিয়ে চাসনালায় খনি বিপর্যয়ের কথা স্মরণ করেন সুমন। জানান, সেই সময় তাঁর বয়স কম ছিল। আর ঘটনাটি শিল্পী মনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি যে হয়নি তাতে বেজায় খুশি সুমন। তাই রাগ কেদার গেয়েই উদযাপন করলেন শ্রমিকদের এই সাফল্যকে।

ফেসবুকের মাধ্যমেই খবরটি পেয়েছিলেন সুমন। তাই শিল্পীর কথায়, “ফেসবুকের জয় হোক। ভালো লাগছে ভাবতে, প্রচণ্ড উৎকণ্ঠার অবসান হল। ভেতরটা যেন আবার নতুন করে বেঁচে উঠল। হাত-পায়ের শক্তি থাকলে গান গাইতে গাইতে বেরিয়ে পরতাম।” শ্রমিকই পারবেন শ্রমিকদের মুক্তি আনতে, এমনই মত গানওয়ালার। উল্লেখ্য, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন ও কঙ্গনা রানাউতও উত্তরকাশীর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

[আরও পড়ুন: পিয়া চক্রবর্তীর অস্ত্রোপচার সম্পন্ন, কেমন আছেন পরম জায়া? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ