Advertisement
Advertisement
Kacha Badam viral song

রকস্টার ‘বাদাম কাকু’! নতুন কায়দায় ‘কাঁচা বাদাম’ গেয়ে ফের ভাইরাল ভুবন বাদ্যকর

ভুবনের রকস্টার রূপ ইতিমধ্যেই দারুণ হিট সোশ্যাল মিডিয়ায়।

Kacha Badam fame Singer Bhuban Badyakar in rockstar | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 31, 2021 4:39 pm
  • Updated:December 31, 2021 6:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখে সানগ্লাস। পরনে সাদা কুর্তা-পাজামা। গলায় মাফলার। কায়দায় একেবারে রকস্টার। বীরভূমের কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্য়কর বছর শেষে এররকমই রূপ ধরেছেন। নতুন কায়দায় ফের গাইলেন কাঁচা বাদাম। পাশ্চত্য গানের স্টাইলে ভুবনের নতুন কাঁচা বাদাম এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওয় ভুবনের সঙ্গে দেখা গিয়েছে এক মহিলাকেও। যার সঙ্গে উদ্দাম নাচলেন ভুবন বাদ্য়কর।

ভুবনের নতুন এই রূপ ইতিমধ্যেই দারুণ হিট সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা তো রীতিমতো ভুবনকে দেখে হতবাক। গান দেখে অনেকে লিখলেন, ‘ভুবনদার চোখে মুখে মায়াবী হাসি…’, অনেকে আবার রসিকতা করে লিখলেন, ‘এবার আসল বাদাম পেয়েছেন ভুবনদা।’

Advertisement

[আরও পড়ুন: কেটেছে ফাঁড়া, দুর্ঘটনার ধাক্কা সামলে স্থিতিশীল ‘বচপন কা প্যয়ার’ খ্যাত কিশোর]

পেটের তাগিদে বাদাম বেচতে হলেও তিনি গান ভালবাসেন। তাই বাদাম বিক্রির মধ্যে দিয়েও তিনি তাঁর শিল্পীসত্ত্বাকে বাঁচিয়ে রেখেছিলেন। গান রচনা করেছিলেন। কথা ও সুর দিয়ে সেই গান নিজেই গেয়েছিলেন। বাদাম ভাজার ফাঁকে গেয়েছিলেন, ”আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম।” ব্যাস, এক গানেই তিনি হয়ে গেলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে জনপ্রিয়তা পেলেও অর্থকরী দিক থেকে লাভবান হননি তিনি। পরিবর্তে তাঁর আয় কার্যত বন্ধ হতে বসেছে। লক্ষ্মীলাভ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আক্ষেপের শেষ নেই খোদ ভুবন বাদ্যকারের। তিনি বলেন, ”আমাকে অনেকে ব্যবহার করছে। ব্লগারদের অত্যাচারে গলা বসে গিয়েছে। অসুস্থ হয়ে পড়েছি। একদিন বাদাম বিক্রি করতে গেলাম। কেউ কিনলই না। সবাই বলল, কাকু আপনি তো ভাইরাল হয়ে গিয়েছেন। গান শোনান। তারপর থেকে আর বাদাম বিক্রি করতে পারিনি।”

Advertisement

এই ভিডিও দেখে এক নেটিজেন লিখলেন, ‘এই ভিডিও থেকে যে লাভ আসবে তার কিছুটা যদি এই বাদাম কাকু পান, তাহলে আপনাদের তৈরি এই ভিডিওকে আমার সাধুবাদ।’

[আরও পড়ুন: বছরশেষের আগের দিন ২০২১ সালকে হাসি-কান্না মেশানো চিঠি লিখলেন শ্রীলেখা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ