Advertisement
Advertisement

Breaking News

Ranya Rao

জামিন পেলেন সোনাপাচারের অভিযোগে ধৃত কন্নড় অভিনেত্রী, তবে থাকতে হবে জেলেই

গত ৩ মার্চ বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন রানিয়া।

Kannada actress Ranya Rao granted bail in gold smuggling case
Published by: Biswadip Dey
  • Posted:May 20, 2025 8:33 pm
  • Updated:May 20, 2025 8:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন পেলেন সোনাপাচার মামলায় ধৃত কন্নড় অভিনেত্রী রানিয়া রাও। কিন্তু আপাতত জেলেই থাকতে হবে তাঁকে। মঙ্গলবার অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত বিশেষ আদালত ২ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে। পাশাপাশি এই মামলার আরেক অভিযুক্ত কোন্দারু রাজুকেও একই টাকার বিনিময়ে জামিন দেওয়া হয়েছে।

তবে এই মামলায় জামিন পেলেও এখনই জেলমুক্তি নয় রানিয়ার। কেননা বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারাতেও অভিযুক্ত তিনি। সেই মামলায় এখনও জামিন মেলেনি। এদিকে এদিন আদালত জানিয়েছে, জামিন পেয়ে জেলের বাইরে এলেও দেশ ছাড়তে পারবেন না কন্নড় অভিনেত্রী।

গত ৩ মার্চ বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন রানিয়া। পর তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ৬৭ লক্ষ টাকা এবং ২ কোটি টাকারও বেশি মূল্যের সোনা। এই সব টাকা ও সোনার কোনও রসিদ বা উৎসের কথা জানাতে পারেননি অভিনেত্রী। পরে দুবাইয়ের শুল্ক দপ্তর জানিয়ে দেয়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে তিনি দুবাই থেকে সোনা কিনেছিলেন। এবং ঘোষণা করেছিলেন, ওই সোনা নিয়ে তিনি জেনেভায় যেতে চান। যদিও দেখা গিয়েছে, সোনা নিয়ে তিনি ভারতেই ফিরেছিলেন। এভাবে বারবার দুবাই যাওয়ার ভ্রমণ ইতিহাস থেকে পুলিশ নিশ্চিত, সোনা পাচারের কাজেই এতবার সেখানে যেতে হয়েছিল কন্নড় অভিনেত্রীকে। গ্রেপ্তার হওয়ার পর তাঁর বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। উল্লেখ্য, অভিনেত্রীর বাবা রামচন্দ্র রাও একজন আইপিএস অফিসার। বছর কয়েক আগে একটি সোনাপাচার মামলায় নাম জড়িয়েছিল তাঁরও। এদিকে রানিয়ার আইনজীবীর দাবি ছিল, টানা জেরায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছেন তাঁর মক্কেল। রাতেও ঘুমোতে পারছেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement