Advertisement
Advertisement

Breaking News

Katrina Kaif and Vicky Kaushal allegedly gets life threat

Vicky Kaushal & Katrina Kaif: সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ ভিকি-ক্যাটরিনা

মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় অভিযোগ দায়ের।

Katrina Kaif and Vicky Kaushal allegedly gets life threat । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 25, 2022 11:58 am
  • Updated:July 25, 2022 12:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমনের পর ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। খুনের হুমকি পেলেন বলিউডের তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় অভিযোগ দায়ের করেন ভিকি-ক্যাটরিনা। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। খুনের হুমকি পাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভিক্যাট।

পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নজর রাখছে। সে ইনস্টাগ্রামে ক্যাটরিনাকে প্রাণনাশের হুমকি দেয়। তাই বাধ্য হয়ে মুম্বইয়ের সান্তাক্রুজ থানার দ্বারস্থ হন তারকা দম্পতি। নিরাপত্তার আরজি জানিয়েছেন দু’ জনে। ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (২), ৩৫(ডি), ৬৭ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: স্রেফ অভিনয়-মডেলিংই নয়, সিনেমাতেও টাকা ঢালতেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা? সন্দেহ ইডির]

গত বছরের ৯ ডিসেম্বর রাজস্থানে বিয়ে সারেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ। চুটিয়ে সংসার করছেন তাঁরা। সদ্যই মলদ্বীপে যান তাঁরা। সেখানে দু’ জন রোম্যান্টিক ছবি তোলেন। তারকা দম্পতির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মলদ্বীপেই ক্যাটরিনার জন্মদিন পালন করেন ভিকি। সোশ্যাল মিডিয়ায় আনন্দের মুহূর্তও ভাগ করে নেন। তবে সেই আনন্দের মাঝেই খুনের হুমকি আতঙ্ক বাড়াচ্ছে তারকা দম্পতির।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

সিধু মুসেওয়ালার খুনের পর গত মাসে প্রাণনাশের হুমকি পান বলিউড তারকা সলমন খানও। সেই সময় মুম্বইয়ের বান্দ্রা থানায় অভিযোগ জানান তিনি। বাড়ানো হয় নিরাপত্তা। যদিও পুলিশি জেরায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দাবি করে ‘ভাইজান’কে খুনের হুমকি চিঠি পাঠায়নি সে। এবার কি তবে টার্গেটে ভিকি-ক্যাটরিনা? উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: শেষ মুহূর্তে বদল, রাজ্য সরকারের বঙ্গবিভূষণ প্রাপকের তালিকা থেকে বাদ অমর্ত্য সেনের নাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ