সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দরজা খুলতেই হাসিমুখে এগিয়ে এলেন কিয়ারা (Kiara Advani)। সিদ্ধার্থের (Sidharth Malhotra) মনে যেন তখন আবেগের বিস্ফোরণ ঘটছিল। নাচতে নাচতেই মনের মানুষের দিকে এগিয়ে যান কিয়ারা। বরমালা পরিয়েই তাঁকে কাছে টেনে নেন। ঠোঁটে এঁকে দেন ভালবাসার চুম্বন। বিয়ের এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তারকা দম্পতি। আর তা দেখে মুগ্ধ নেটিজেনরা।
গত মঙ্গলবার সামাজিক রীতিনীতি মেনে গাঁটছড়া বাঁধেন কিয়ারা ও সিদ্ধার্থ। পড়ন্ত রোদকে সাক্ষী রেখে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করেন দু’জনে। কিয়ারার পরনে তখন হালকা গোলাপি রংয়ের লেহেঙ্গা এবং সবুজ পান্নার গয়না। সিদ্ধার্থের পরনে আইভরি রংয়ের শেরওয়ানি আর মাথায় পাগড়ি। বিয়ের ছবি শেয়ার করে নিজেদের ‘শেরশাহ’ সিনেমার স্মৃতি ফেরান তারকা দম্পতি। ক্যাপশনে লেখেন, “আব হামারি পারমানেন্ট বুকিং হো গ্যায়ি…”
[আরও পড়ুন: অভিনয় আমার প্রথম প্রেম, রাজনীতি দিয়েছে অনেক বড় মঞ্চ : সায়নী ঘোষ]
View this post on Instagram