BREAKING NEWS

১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘ভ্যাকসিন বের করো কেউ, নইলে আমার যৌবনটাই মাটি!’, কাতর আরজি করোনা আক্রান্ত মালাইকার

Published by: Sandipta Bhanja |    Posted: September 14, 2020 2:03 pm|    Updated: September 14, 2020 2:03 pm

Malaika Arora's post after being tested positive for coronavirus gone viral

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “কেউ তো ভ্যাকসিন বের করো রে বাবা, নাহলে আমার যৌবনটাই মাটি!” বলছেন করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)। অভিনেত্রীর এই আকুতি-মিনতি করা পোস্ট আপাতত নেটদুনিয়ায় বিদ্যুৎ গতিতে ছুটে চলেছে। আর হবে না-ই বা কেন? তিনি তো বলিউডের অন্য যে কোনও অভিনেত্রীকে যৌন আবেদনের দৌড়ে পিছনে ফেলে দিতে পারেন। অতঃপর ‘রসিক’ মালাইকার এই পোস্টও নজর এড়ায়নি নেটজিনেদের।

Malaikaa

৬ সেপ্টেম্বর সন্ধে নাগাদ সবাইকে চমকে দিয়ে মালাইকা জানিয়েছিলেন যে তিনি মারণ ভাইরাসের কোপে পড়েছেন। তার মাত্র কয়েক ঘণ্টা আগেই প্রেমিক অর্জুন কাপুরের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। অতঃপর দুয়ে দুয়ে চার করে একইদিনে এই সেলেবজুটির কোভিড আক্রান্ত হওয়ার খবর নিয়ে কম চর্চা হয়নি সোশ্যাল মিডিয়ায়। ডাক্তার ও প্রশাসনের পরামর্শ মেনে বাড়িতেই নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন উপসর্গহীন মালাইকা। এবার সেই তিনিই করোনা ভ্যাকসিনের জন্য আকুল আবেদন জানিয়েছেন।

Arjun-Malaika

ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “কেউ করোনার ভ্যাকসিনটা বের করো রে বাবা, নাহলে আমার যৌবনটাই ফুরিয়ে যাবে মনে হচ্ছে!…” এর সঙ্গে একটি মজার ইমোজিও জুড়েছেন মালাইকা। তবে এই পোস্ট রসিকতার নজরে দেখলেও অনেকেই বলছেন যে, মারণ ভাইরাসের রোষে পড়েও কিন্তু মনের জোর ঠিক রেখেছেন মালাইকা। নইলে কী আর এরকম পোস্ট সম্ভব?

[আরও পড়ুন: সুশান্ত ইস্যুতে মাদকচক্রের তালিকায় সারা ও রকুলপ্রীতের নাম নেই! গুজব ওড়াল NCB]

অন্যদিকে অর্জুনের (Arjun Kapoor) করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তারকাদের দ্রুত আরোগ্য কামনার বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ তখনই অর্জুনের প্রেমিকা মালাইকা অরোরার (Malaika Arora) স্বাস্থ্য নিয়ে কৌতূহল প্রকাশ করেছিলেন। পরে সন্ধে নাগাদ অভিনেত্রীরও করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় অর্জুন-মালাইকা জুটিকে নিয়ে ঠাট্টা করতে শুরু করেন তাঁরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

🙏😷

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on

[আরও পড়ুন: ‘মেয়েদের দু’টুকরো করে কাটার ম্যাজিক চলছে!’, রিয়ার সমর্থনে এবার প্রতিবাদ টুইংকেল খান্নার]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে