সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিমি চক্রবর্তী কেন সিঙ্গল? কেন তাঁর জীবনে স্পেশ্যাল কেউ নেই! একদিকে নুসরত, শুভশ্রীরা সুখে সংসার করছেন। আরেকদিকে একাই বিন্দাস জীবন কাটাচ্ছেন মিমি। রহস্যটা কী?
ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না মিমি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় রিল আপলোড করে, সেখানেই একলা থাকার কারণ জানিয়ে দিলেন মিমি। মিমির এই রিল দেখে হতবাক নেটিজেনরা!
রিলের মধ্যে মিমি কী বললেন?
মিমি যে রিলটি পোস্ট করেছেন সেখানে তিনি বলছেন, ”আমি খুঁজে পেয়েছি, এখনও কেন আমি সিঙ্গল। আসলে সম্পর্কে জড়াতে গেলে আমায় বাড়ির বাইরে যেতে হবে। নিত্যনতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে। এসব আমার দ্বারা সম্ভব নয়। তাই এখনও আমার জীবনে কেউ আসেনি।”
[আরও পড়ুন: ‘ট্রাফিক জ্যামে ওষ্ঠাগত প্রাণ!’ ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে ঢাকার ব্যস্ত রাস্তায় ফাঁসলেন চঞ্চল চৌধুরী ]
অভিনয়ের পাশাপাশি সাংসদের দায়িত্বও সামলান। বাড়িতে পোষ্যদের খেয়াল রাখেন। এর মাঝে যেটুকু সময় পান, ঘুরতে বেড়িয়ে পড়েন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালবাসেন অভিনেত্রী। ভালবাসেন প্রকৃতির মাঝে থাকতে। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। আর এই গোটা কাণ্ডই ঘটান একেবারেই একা। আর এতেই তিনি দারুণ খুশি।
View this post on Instagram