সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) সঞ্চালনায় ‘লক আপ’ শো জিতলেন বিতর্কিত স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনোয়ার ফারুকি (Munawar Faruqui)। এই মুনোয়ারের বিরুদ্ধেই হিন্দু দেবদেবীকে অবমাননা করার অভিযোগ উঠেছিল। যার জেরে তাঁর একাধিক শো বাতিল হওয়ার খবরও পাওয়া গিয়েছিল। শো জিতে কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ বিতর্কিত কমেডিয়ান। বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ অত্যন্ত পেশাদার, এমনই মত তাঁর।
২০২১ সালের জানুয়ারি মাসে ২৯ বছরের মুনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল। ইন্দোরের এক জনপ্রিয় কফিশপে স্ট্যান্ড আপ কমেডি শোয়ে হিন্দু ভাবাবেগে আঘাত হানার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। হিন্দু রক্ষক সংগঠনের সদস্যরা অভিযোগ করেন, অনুষ্ঠানের শুরু থেকেই রসিকতার নামে হিন্দু দেবদেবী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও গোধরা কাণ্ড নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন ফারুকি। প্রায় মাস খানেক জেলবন্দি ছিলেন তিনি। তিনবার জামিনের আবেদন খারিজ হয়। শেষে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান বিতর্কিত কমেডিয়ান।
[আরও পড়ুন: ম্যাচিং পোশাক, কোমর জড়িয়ে ছবি, ‘মেন্টর-বন্ধু’ কাঞ্চনের জন্মদিনের পার্টিতে শ্রীময়ী]
চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি শুরু হয় একতা কাপুরের শো ‘লক আপ’ (Lock Upp) শুরু হয়। সেখানেই প্রতিযোগী হয়ে আসেন মুনোয়ার। যে কঙ্গনা মোদিভক্ত হিসেবে পরিচিত, তাঁর সঞ্চালিত শোয়েই ৭ মে পর্যন্ত থেকে জিতে নেন সেরার ট্রফি। এই শোয়েই মুনোয়ার জানিয়েছিলেন মায়ের মৃত্যুশোক না ভুলতে পারার কথা। ছোটবেলায় যৌন নিগ্রহের শিকার হওয়ার কথাও জানান তিনি। মুনোয়ারের কথা শুনে কঙ্গনার চোখে জল দেখা যায়।
শোয়ের গ্র্যান্ড ফিনালেতে কঙ্গনা জানান, তাঁর শোয়ে যাতে কেউ বঞ্চনার শিকার না হন সেই চেষ্টাই বরাবর করেছেন তিনি। জড়িয়ে ধরে মুনোয়ারকে শো জেতার শুভেচ্ছাও জানান অভিনেত্রী। শোয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন অভিনেত্রী পায়েল রোহতগি। তৃতীয় স্থান দখল করেন অঞ্জলি অরোরা। শোয়ে মুনোয়ারের খুবই ভাল বন্ধু ছিলেন অঞ্জলি। বন্ধুর জয়ে খুশি তিনিও।
MUNAWAR FARUQUI IS ‘LOCK UPP’ WINNER… And the winner of the first season of #LockUpp is #MunawarFaruqui… The show – which debuted in Feb 2022 – was aired on #MXPlayer and #ALTBalaji… #KanganaRanaut hosted the first season.@MXPlayer @altbalaji pic.twitter.com/ONxIaR9VZZ
— taran adarsh (@taran_adarsh) May 8, 2022