BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে নেহা কক্কর! রোহনপ্রীতের সঙ্গে সম্পর্ক ভাঙছেন গায়িকা?

Published by: Akash Misra |    Posted: June 9, 2023 11:06 am|    Updated: June 9, 2023 11:06 am

Neha Kakkar, Rohanpreet Singh Headed For Split, Singer's Latest Posts Have Fans Worried| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদন জগতে ফের সম্পর্ক ভাঙন! না এবার কোনও অভিনেতা, অভিনেত্রীর জুটি নয়। বরং বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ও তাঁর স্বামী রোহনপ্রীত সিংয়ের সম্পর্কে নাকি চিড় দেখা দিয়েছে। শোনা গিয়েছে, নেহা ও রোহনপ্রীত নাকি বিচ্ছেদের কথাও ভাবছেন!

তা হঠাৎ করে কী হল এই জুটির?

বেশ কয়েকদিন থেকেই বলিউডের গুঞ্জনে শোনা যাচ্ছিল নেহা ও রোহনপ্রীত সিংয়ের মধ্য়ে অশান্তি শুরু হয়েছিল। আর সম্প্রতি নেহার জন্মদিনে যেন সেই অশান্তিরই ইঙ্গিত পাওয়া গেল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neha Kakkar (@nehakakkar)

৬ জুন ৩৫-এ পা দিলেন নেহা। এবারের জন্মদিনটা নিজের পরিবারের লোকজন ও বন্ধুবান্ধবের সঙ্গেই কাটালেন তিনি। আর অন্যদিকে নেহার অনুরাগীরা লক্ষ্য করলেন নেহাকে জন্মদিনে শুভেচ্ছাও জানানি স্বামী রোহনপ্রীত! এর থেকেই রটে গেল রোহন ও নেহার সম্পর্কের ভাঙনের খবর।

[আরও পড়ুন: ‘চুমু-বিতর্ক’কে বুড়ো আঙুল! তিরুপতি-দর্শনে মনে বল পেলেন ‘সীতা’ কৃতী স্যানন]

২০১৪ সাল থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অভিনেতা হিমাংশ কোহলির (Himansh Kohli) সঙ্গে সম্পর্কে ছিলেন নেহা। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি শেয়ার করেছিলেন দু’জনে। ২০১৯ সালে মানসিক অবসাদের শিকার হওয়ার কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন নেহা। কিন্তু করোনা (CoronaVirus) কালেই নিজের জীবনসঙ্গীকে খুঁজে পান পপ তারকা। সেকথাও ইনস্টাগ্রামে জানাতে দ্বিধা করেননি। ‘নেহু দা বিয়া’ নামের মিউজিক ভিডিও করতে গিয়ে রোহনপ্রীতের সঙ্গে প্রেম। স্বল্প সময়ের প্রেমেই সারা জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার। করোনা (COVID-19) পরিস্থিতিতে দিল্লিতে বসেছিল বিয়ের আসর। খুব বেশি মানুষ নিমন্ত্রিত না হলেও আয়োজনের জেল্লা কম ছিল না। এবার সেই জীবন সঙ্গীকেই ছাড়তে চলেছেন নেহা! জল্পনা চলছে বলিপাড়ায়।

[আরও পড়ুন: ফের একবার ‘মসিহা’ সোনু সুদ, করমণ্ডল দুর্ঘটনাগ্রস্তদের জন্য খুললেন হেল্পলাইন]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে