Advertisement
Advertisement
Celeb Eid

ইদের পাশাপাশি অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানালেন মীর, ভিডিও বার্তা নুসরতের

টলিউডের অন্যান্য তারকারাও জানিয়েছেন শুভেচ্ছা।

Nusrat Jahan, Mir Afsar Ali and other celebs wishes for Eid and Akshaya Tritiya | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 3, 2022 2:48 pm
  • Updated:May 3, 2022 2:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুশির ইদের (Eid 2022) পাশাপাশি পবিত্র অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya 2022) শুভেচ্ছা জানালেন মীর আফসার আলি। অন্যদিকে ভিডিও বার্তায় ‘ইদ মুবারক’ জানালেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। 

“ইদের নমাজে আজ সকল সম্প্রদায়ের জন্য দোয়া করলাম”, এই ক্যাপশন দিয়ে ভিডিও আপলোড করেন মীর (Mir Afsar Ali)। সেখানেই তারকা নিজের তরফ থেকে সকলকে ইদের শুভেচ্ছা জানান। “ভাল থাকবেন, ভাল ভাববেন, ভাল খাওয়া-দাওয়া করবেন”, বলেন মীর। এরপরই আবার অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানান। দিনটা কতটা শুভ, ভাল এবং মুবারক, সেই কথা জানিয়ে বলেন, “সকলে খুব ভাল থাকবেন।”    

Advertisement

[আরও পড়ুন: বৃষ্টিভেজা শহরে বাইকে চেপে ঘুরতে চান শ্রীলেখা, মনের মতো ‘উত্তম’ পেলে ‘সুচিত্রা’ হতেও রাজি!]

প্রতিবারের মতো এবারও খুশির ইদ পালন করছেন নুসরত জাহান।   ভিডিও বার্তার মাধ্যমেই নিজের অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী-সাংসদ। তিনি বলেন, “সবাইকে আমার তরফ থেকে ইদ মুবারক। সর্বশক্তিমান যেন আপনার ও আপনার পরিবারকে কাঙ্খিত আশীর্বাদ দেন। আপনার জীবনে খুশি এবং সমৃদ্ধিতে ভরে যাক। আনন্দের ও শান্তিপূর্ণ ইদের শুভেচ্ছা।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

সারা দেশে উৎসবের আমেজ। ইদের পাশাপাশি অক্ষয় তৃতীয়াও পালিত হচ্ছে।  সোশ্যাল মিডিয়াতেই শুভেচ্ছা জানাচ্ছেন দেশের নানা প্রান্তের তারকারা। নুসরতের সঙ্গী তথা টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ইদ ও অক্ষয় তৃতীয়া দুইয়েরই শুভেচ্ছা জানিয়েছেন। “শুভ অক্ষয় তৃতীয়া” লিখে ছবি পোস্ট করেছেন ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

[আরও পড়ুন: ‘ফেলুদার গোয়েন্দাগিরি’তে জমজমাট দার্জিলিং, গোয়েন্দা হতে টোটাকে ‘টোটকা’ সৃজিতের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement