Advertisement
Advertisement

Breaking News

২৬/১১ মুম্বই হামলা

মুম্বই হামলার ১১ বছর, শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন বলিউড তারকারা

২৬/১১-কে ভারতীয় ইতিহাসের 'কালো দিন' বলে আখ্যা দিলেন দিব্যা দত্ত।

On eleven years of Mumbai terror attack, Bollywood celebs paying homage
Published by: Sandipta Bhanja
  • Posted:November 26, 2019 5:33 pm
  • Updated:November 26, 2019 5:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরব সাগরের তীরে মায়ানগরীর বাসিন্দাদের স্মৃতির ক্যালেন্ডারে আজও সেই ভয়াবহ দিনটি তাজা। মনে পড়লেই ভয়ে আঁতকে ওঠেন। সালটা ২০০৮। ২৬ নভেম্বর। ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার সম্মুখীন হয়েছিল মুম্বই। যে রক্তক্ষরণ দেখে কেঁপে উঠেছিল গোটা দেশ।  গোটা বিশ্ব৷ টানা চার দিন ধরে সন্ত্রাসবাদীদের সঙ্গে চলেছিল মুম্বই পুলিশ, সেনা, এনএসজি’র লড়াই। আজ সেই ভয়াবহ স্মৃতির ১১ বছর।

ভয়াবহ সেই মুম্বই জঙ্গি হামলার এক দশক পার হওয়ায় বলিউডের তারকারা শ্রদ্ধা জানালেন ২৬/১১-র শহীদদের। যাঁরা দেশের মানুষদের রক্ষর্থে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। অজয় দেবগণ, অর্জুন কাপুর, অমিতাভ বচ্চন, বরুণ ধাওয়ান, মধুর ভান্ডারকর, দিয়া মির্জা, দিব্যা দত্তা থেকে ভূমি পেডনেকর সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বলিউডের অনেকেই।

Advertisement

মঙ্গলবার সকালে ২৬/১১-র স্মৃতিচারণা করে শহিদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা জানিয়েছেন দেশের প্রায় সমস্ত মানুষ। সকালেই টুইট করে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার পাশাপাশি তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিল্পপতি রতন টাটা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও সোশ্যাল মিডিয়ায় স্মরণ করেছেন তাঁদের যাঁরা নির্দ্ধিধায় প্রাণ বলিদান দিয়েছেন। পিছিয়ে থাকেননি বলিউড তারকারাও। তাঁরাও সামিল হয়েছেন দেশের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে।

Advertisement

[আরও পড়ুন:  অপমান করা হচ্ছে জয়ললিতাকে, ‘থালাইভি’ নিয়ে ক্ষোভপ্রকাশ নেটিজেনদের ]

[আরও পড়ুন:  বব বিশ্বাসের ভূমিকায় কেন অভিষেক বচ্চন? বিতর্কের ঝড় নেটদুনিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ