Advertisement
Advertisement
Cauvery Sudeep

‘কাবেরী আমাদের’, জলবণ্টন বিতর্কে তামিলনাড়ুকে হুঁশিয়ারি কর্ণাটকের ভূমিপুত্র কিচ্চা সুদীপের

তামিলনাড়ু-কর্ণাটক কাবেরী তরজায় মুখ খুললেন দক্ষিণী অভিনেতা।

‘Our Cauvery our right’: Kannada actors Sudeepa, raise voice amid row with TN | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 21, 2023 12:19 pm
  • Updated:September 21, 2023 12:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তালিমনাড়ুকে বেশি জল দেওয়া যাবে না’- এমন দাবি তুলেই কাবেরীর জলবণ্টন নিয়ে সম্প্রতি রাতভর বিক্ষোভ প্রদর্শন করেন কর্ণাটকের কৃষকরা। এবার তামিলনাড়ু-কর্ণাটক কাবেরী তরজা নিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেতা কিচ্চা সুদীপ (Kichcha Sudeepa)।

প্রসঙ্গত, আরও চলতি সপ্তাহে কাবেরী জলবণ্টন (Cauvery Water Management) নিয়ে বৈঠক হয় দুই রাজ্যের প্রতিনিধিদের। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আরও দিন কয়েক তামিলনাড়ুকে ৫ হাজার কিউসেক জল দেবে কর্ণাটক। যদিও দাবি ছিল, ১২ হাজার ৫০০ কিউসেক জলের। সোমবারের বৈঠকে এ বিষয়ে জলবণ্টন কমিটির এক আধিকারিক জানিয়েছিলেন, কর্নাটকের পক্ষ থেকে ৩০০০ কিউসেক জল দেওয়ার কথা বলা হয়। যেখানে তামিলনাড়ুর পক্ষ থেকে ১২,৫০০ কিউসেক জলের দাবি রাখা হয়েছিল। এরপর দুপক্ষের মধ্যে ৫০০০ কিউসেক জল নিয়ে চুক্তি হয়। যা আগামী আরও পনেরো দিন তামিলনাড়ুকে দেওয়া হবে। এবার সেই বিষয়েই সুর চড়ালেন দক্ষিণী অভিনেতা কিচ্চা সুদীপ।

Advertisement

এক্স হ্যান্ডেলে (টুইটার) মাতৃভাষায় প্রতিবাদ করে কর্ণাটকের ভূমিপুত্র সুদীপ বলেন, “আমাদের কাবেরী আমাদের অধিকার। কাবেরীর প্রতি মানুষের এই বিশ্বাসকে সরকার কখনোই আশাহত করবে না বলেই আমার বিশ্বাস। অবিলম্বে নতুন স্ট্র্যাটেজি প্রয়োগ করে বিশেষজ্ঞদের কাছে এই সমস্যা সমাধান করার দাবি জানাচ্ছি। এই ভূমি, জল, ভাষার সংরক্ষণে আমারও একটা মতামত রয়েছে। মা কাবেরী করুণাদকে (কর্ণাটক) রক্ষা করুক।”

Advertisement

[আরও পড়ুন: ‘এক দেশ, এক আবেগ’! শাহরুখের বাবার নামে দুস্থদের জন্য ‘জওয়ান’ শো, আপ্লুত কিং]

তামিলনাড়ুকে জল দেওয়ার সিদ্ধান্তে কন্নর কৃষক সংগঠনগুলি ক্ষিপ্ত। তাদের অভিযোগ, তামিলনাড়ুকে বেশি জল দেওয়া হলে তার প্রভাব পড়বে রাজ্যে। চাষবাসের ক্ষতি হবে। এর জেরেই আগস্ট মাসের শেষের দিকে উত্তপ্ত হয়ে ওঠে কর্ণাটকের মান্ড্য জেলা। রাতভর সেখানে বিক্ষোভ দেখান কৃষকরা। এবার সেই বিষয়েই সুর চড়ালেন ভবমিপুত্র কিচ্চা সুদীপ।

[আরও পড়ুন: মধ্যরাতে লালবাগের গণেশ পুজো দেখতে গিয়ে ভিড়ে চিড়েচ্যাপটা ভিকি কৌশল! সামাল দিতে পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ