২২ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৬ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

এবার পাক রোষে প্রিয়াঙ্কা, রাষ্ট্রসংঘের শান্তির দূত হিসেবে অভিনেত্রীকে অপসারণের দাবি

Published by: Sandipta Bhanja |    Posted: August 21, 2019 7:25 pm|    Updated: August 21, 2019 7:25 pm

Pak govt urges UN to remove Priyanka as the Goodwill Ambassador

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই লস অ্যাঞ্জেলসের বিউটিকন ফেস্টিভ্যালের মঞ্চে এক পাক অধিবাসিনীর প্রশ্নের উত্তরে পালটা দেশভক্তির বাণী আউরে দেশবাসীর মন জয় করেছিলেন দেশি গার্ল। প্রসঙ্গ ছিল, পাকিস্তানের উপর পরমাণু হামলা। যার জেরে ওই পাক মহিলাকে একহাত নিতে ছাড়েননি প্রিয়াঙ্কা চোপড়া। সেই ঘটনার জেরেই পাকিস্তানের মানবাধিকার কমিশনের তরফে এবার ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কাকে রাষ্ট্রসংঘের দূতের পদ থেকে সরানোর দাবি উঠল।

[আরও পড়ুন: মাথায় জোর আঘাত, বাথটবে রক্তাক্ত পরিণীতি, কেন এমন লুকে অভিনেত্রী!]

প্রিয়াঙ্কা চোপড়া রাষ্ট্রসংঘের তরফে বিশ্বের শান্তি দূত। আর এই বিষয়টিতেই আপত্তি তুলেছে পাক সরকার। পাকিস্তানের মানবাধিকার কমিশনের তরফে রাষ্ট্রসংঘের কাছে চিঠি পাঠালেন পাকমন্ত্রী শিরিন মাজারি। উপলক্ষ, প্রিয়াঙ্কা চোপড়াকে রাষ্ট্রসংঘের শুভেচ্ছা দূতের পদ থেকে সরাতে হবে। তাঁদের মতে, একজন শান্তির দূতের যেরকম আচরণ করা উচিত প্রিয়াঙ্কা তার অন্যথা করেছেন। পরমাণু হামলার কথা উল্লেখ করে তিনি মোটেই শান্তির দূতের মতো আচরণ করেননি।

রাষ্ট্রসংঘে পাঠানো চিঠিতে লেখা, “শ্রীমতি প্রিয়াঙ্কা চোপড়ার সাম্প্রতিক মন্তব্যের উপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যাকে আপনারা জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করেছেন। বিজেপি সরকারের কাজকর্ম একেবারে নাৎসি মতাদর্শের মতো। ৩৭০ ধারা বিলুপ্তিতে ভারত অধিকৃত কাশ্মীরে কাশ্মীরি মুসলমানদের জাতিগতভাবে নির্মূলকরণের কাজ চলছে। আর প্রিয়াঙ্কা চোপড়া এই ভারত সরকারের এহেন কার্যকলাপকেই মহিমান্বিত করে তুলে ধরে বীরত্ব প্রদর্শন করছেন। এমনকী, পাকিস্তানকে দেওয়া ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পরমাণু হুমকিকেও সমর্থন জানিয়েছেন তিনি। যা একজন শুভেচ্ছা দূতের আচরণ হওয়া উচিত নয়। তাই অবিলম্বে তাঁকে জাতিসংঘের শুভেচ্ছা দূতের পদ থেকে অপসারন না করা হলে, বিশ্বব্যাপী এই পদের গুরুত্ব ক্ষুণ্ণ হবে এবং তা একপ্রকার বিদ্রূপ হয়ে উঠবে সবার কাছে।”

[আরও পড়ুন: মিকার সঙ্গে কাজ করলে ভারতে নিষিদ্ধ হতে হবে সলমনকেও!]

সম্প্রতি, এক পাক মহিলা প্রিয়াঙ্কার উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, “জাতিসংঘের শান্তির দূত হিসেবে আপনি মঞ্চে বসে পাকিস্তানে পরমাণু হামলার কথা বলছেন! এছাড়া অবশ্য আপনার আর কিছুই করার নেই। আমরা আপনার অবস্থা বুঝতে পারছি। এটাই আপনার ব্যবসা।” তারই প্রত্যুত্তরে ধৈর্য না হারিয়ে দৃঢ়ভাবে অভিনেত্রী বলেছিলেন, “পাকিস্তানে আমার প্রচুর বন্ধু রয়েছেন। যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়। আমিও যুদ্ধের পক্ষপাতী নই। কিন্তু সবার আগে আমি ভারতীয়। এবং বড় দেশভক্ত। নিশ্চয়ই এর কোনও না কোনও সমাধান সূত্র বেরোবে। আমরা ততদিন অবশ্যই ধৈর্য ধরব। কারণ, আমরা সবাই যুদ্ধ নয় শান্তি, ঘৃণা নয় ভালবাসার পক্ষে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে