সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে গান গাওয়ার জন্য অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স-এর তরফ থেকে নিষিদ্ধ করা হয়েছিল বলিউড গায়ক মিকা সিংকে। এবার ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ অ্যাসোসিশনের (FWICE) তরফে নিষিদ্ধ করা হল গায়ককে। এমনকী FWICE-এর তরফে এমনও বলা হয়েছে যে সলমন খানের মতো বড় তারকাকেও রেয়াত করা হবে না মিকা সিংয়ের সঙ্গে কাজ করলে৷
[আরও পড়ুন: অনুরাগীদের সুখবর শোনালেন নববিবাহিত শ্রাবন্তী, ব্যাপারটা কী?]
অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক দুবে বলেন, “আমরা কাউকে নিষিদ্ধ করেছি মানে অভিনেতা, পরিচালক, প্রযোজক-সহ স্পটবয়, টেকনিশিয়ান কেউই শিল্পীর সঙ্গে কাজ করতে পারবেন না৷ মিকার সঙ্গে কাজ করলে সেই ভারতীয় শিল্পীকেও মিকার মতোই নিষিদ্ধ করে দেওয়া হবে৷ অন্য দেশে মিকার অনুষ্ঠান বন্ধ করতে না পারলে এই দেশের কেউ মিকার সঙ্গে কাজ করতে পারবে না৷” সূত্রের খবর, খুব শিগগিরিই মিকা সিংয়ের সঙ্গে সলমন খানের মার্কিন মুলুকে গিয়ে ৬টি অনুষ্ঠান করার কথা ছিল৷ কিন্তু মিকার সঙ্গে কাজ করলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন সলমন৷ এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে৷
[আরও পড়ুন: নারীজীবনের টানাপোড়েন ফুটে উঠবে ‘অন্দরকাহিনি’তে, নেপথ্যের গল্প শোনালেন পরিচালক]
প্রসঙ্গত, গত ৮ আগস্ট করাচিতে এক ধনকুবেরের মেয়ের বিয়েতে নিজের টিম-সহ গান গাইতে গিয়েছিলেন মিকা সিং। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভারতের অন্দরে গায়ককে নিয়ে ওঠে তুমুল নিন্দার ঝড়। তাঁর কার্যকলাপ দেখে স্তম্ভিত হয়েছিলেন অনেকেই। দাউদ ঘনিষ্ঠের বিয়েতে গানের আসর মাতিয়ে মহাবিপাকে পড়েছিলেন এই বলিউড গায়ক। তবে বহু বিতর্কের মাঝেই অনুষ্ঠান শেষ করে ওয়াঘা-আটারি সীমান্ত পেরিয়ে দেশে ফেরেন মিকা। ভারতের মাটিতে পা রেখেই তিনি ‘ভারত মাতা কি জয়’ বলে স্লোগান তোলেন। শুধু তাই নয়, হাত উঁচিয়ে ‘বন্দে মাতরম’ ধ্বনি দিতেও শোনা যায় তাঁকে। আর সেই ভিডিও স্বাধীনতা দিবস উপলক্ষে নিজেই টুইট করে শেয়ার করেন বলিউড গায়ক। ভারতীয় জওয়ান সূত্রে খবর, ৮ আগস্ট করাচিতে অনুষ্ঠানের পরদিন ৯ আগস্টই নিজের দল নিয়ে ওয়াঘা সীমান্ত পেরিয়ে দেশে ফেরেন মিকা। তার জেরেই ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ অ্যাসোসিশনের (FWICE) তরফে নিষিদ্ধ করা হল মিকাকে।