Advertisement
Advertisement

Breaking News

Aishwarya Rai Bachchan

Panama Papers: পানামা কাণ্ডে আরও বিপাকে বচ্চন পরিবার! এবার ঐশ্বর্যকে তলব করল ইডি

পানামা কেলেঙ্কারিতে সবার উপরে নাম রয়েছে অমিতাভ বচ্চনের।

Panama Papers: Enforcement Directorate summons Aishwarya Rai Bachchan | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 20, 2021 11:16 am
  • Updated:December 20, 2021 11:39 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পানামা কেলেঙ্কারিতে আরও বিপাকে বচ্চন পরিবার। এবার ঐশ্বর্য রাই বচ্চনকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সংবাদসংস্থা ANI জানিয়েছে, প্রাক্তন বিশ্বসুন্দরীকে জিজ্ঞাসাবাদের জন্যই তলব করেছে ইডি। 

ইডি সূত্রের খবর,  এর আগেও বার দু’য়েক ঐশ্বর্যকে তলব করার সিদ্ধান্ত নিয়েছিল ইডি। কিন্তু দু’বারই বচ্চন পরিবারের বধূ তদন্তকারীদের চিঠি দিয়ে  নিষ্কৃতির আবেদন করেছিলেন। সেই আবেদন গ্রহণও করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এবার  ঐশ্বর্যকে (Aishwarya Rai Bachchan) জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সেকারণেই আজ তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের দাবি। ইডি সূত্রের খবর, ঐশ্বর্য রাই বচ্চনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। সেসব নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও ঐশ্বর্য হাজিরা দেবেন কিনা সেটা এখনও স্পষ্ট।

[আরও পড়ুন: Stock market: ওমিক্রনের চোখরাঙানিতে শেয়ার বাজারে ধস, একধাক্কায় বিরাট পতন সেনসেক্স, নিফটিতে]

প্রসঙ্গত, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পানামা কেলেঙ্কারিতে অভিযুক্তদের তালিকায় সবার উপরে নাম রয়েছে অমিতাভ বচ্চনের। ওই  তালিকায় রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চনও। বেশ কিছুদিন ধরেই ইডি এবং আয়কর বিভাগ পানামা পেপার কাণ্ডের তদন্ত করছে। দেশের পাশাপাশি বিদেশেও পাঠানো হয়েছে তদন্তকারী দল। এক শীর্ষ আয়কর আধিকারিক জানিয়েছেন, জোরকদমে তদন্ত চলছে। একাধিক দেশ থেকে এই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, ঐশ্বর্যর পাশাপাশি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বিরুদ্ধেও তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে।

[আরও পড়ুন: সংসদে বিরোধী ঐক্যে চিড় ধরানোর চেষ্টা! কেন্দ্রের আলোচনার প্রস্তাব খারিজ পাঁচ বিরোধী দলের]

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘মোসাক ফনসেকা’ নামের সংস্থাটি থেকে ‘পানামা পেপার্স’ ফাঁস হয়েছিল। ওই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বিশ্বের প্রায় ৫০টি দেশের শতাধিক প্রভাবশালী ব্যক্তির। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন ভারতের নাগরিক। পানামা কাণ্ডের (Panama Papers Case) তদন্ত করতে একটি আন্তর্জাতিক স্তরে গঠন করা হয়েছে একটি ‘টাস্ক ফোর্স’। সেখানে রয়েছেন ভারতীয় তদন্তকারীরাও। উ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ